নিউজ শর্ট ডেস্ক: এখনকার দিনে গ্রাহকদের আর্থিক সুবিধা লাভের জন্য বিভিন্ন কোম্পানি একাধিক ইনসোরেন্স পলিসি (Insurance Policy) বিক্রি করে থাকে। যার মাধ্যমে কোনো দুর্ঘটনার সময়েও পলিসি হোল্ডাররা আর্থিক সাহায্য পেয়ে থাকেন। বেশিরভাগ ক্ষেত্রেই ইনসোরেন্স পলিসি তখনই পাওয়া যায় যখন কেউ কোনো পলিসি কিনে তাতে প্রিমিয়াম ভরেন। কিন্তু অনেকেই জানেন না ব্যাঙ্কের থেকে পাওয়া ডেবিট কার্ডেও (Debit Card) ফ্রিতে ইনসোরেন্স কভার পাওয়া যায়।
তবে এমন অনেক কোম্পানি আছে যারা কোটি কোটি টাকার ইন্সোরেন্স দিয়ে থাকে তও আবার ফ্রীতে। যার বিশেষত্ব হল এক্ষেত্রে কোনো রকম প্রিমিয়াম-ও ভরতে হয় না। এখানে বলে রাখি আলাদা-আলাদা ব্যাংকের তরফে এই ডেবিট কার্ডের ওপর অনেক রকমের সুবিধা দেওয়া হয়ে থাকে। আজ আপনাদের জানাবো এমন কিছু ডেবিট কার্ড সম্পর্কে যাতে ব্যাঙ্কের তরফে বাম্পার অফার দেওয়া হয়ে থাকে।
ব্যাংকগুলির তরফে চালু করা এই ডেবিট কার্ডে বিনামূল্যে অ্যাক্সিডেন্টাল ইনসোরেন্স কভারেজ পাওয়ার জন্য বেশ কিছু নিয়ম ও শর্তাবলী রয়েছে। যার মধ্যে অন্যতম হল গ্রাহকদের নির্দিষ্ট সময়ের মধ্যে ওই ডেবিট কার্ডের সাহায্যে বেশ কিছু টাকা লেনেদেন করতে হবে।
এইচডিএফসি ব্যাংকের মিলেনিয়া ডেবিট কার্ডের সুবিধা
এইচডিএফসি ব্যাংকের মিলেনিয়া ডেবিট কার্ড ইন্সিওরেন্স পলিসি অ্যাক্টিভেট করার জন্য কার্ড হোল্ডারদের ৩০ দিনে কম করে একটি লেনেদেন করতেই হবে। এই কার্ডের ওপরে দেশের মধ্যেই অভ্যন্তরীণ ভ্রমণের জন্য ৫ লক্ষ টাকা এবং আন্তর্জাতিক বিমান ভ্রমণের জন্য ১ কোটি টাকার ইনসোরেন্স কভারেজ বিনামূল্যে পাওয়া যায়।
আরও পড়ুন: এই সস্তার প্ল্যান রিচার্জ করলেই মিলবে ৭০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে অফুরান ফ্রি ইন্টারনেট!
ডিবিএস ব্যাংক ইন্ডিয়া এবং কোটক মহিন্দ্রা ব্যাংকের ডেবিট কার্ডের বাম্পার সুবিধা
ডিবিএস ব্যাংক ইন্ডিয়ার ইনফিনিটি ডেবিট কার্ড ধারকরাও এক বিশেষ ইনসোরেন্স কভারেজ পান। যা অ্যাক্টিভেট করার জন্য ৯০ দিনের মধ্যে একটি লেনদেন করা জরুরি।
একইসাথে কোটাক মহিন্দ্রা ব্যাংকের ফ্রি ইনসোরেন্স কভারেজ পাওয়া যায়। যার মাধ্যমে ব্যাংকের ক্লাসিক ডেবিট কার্ড ধারকদের ৩০ দিনের মধ্যে নুন্যতম ৫০০ টাকার ২টি লেনদেন করতে হবে।