নিউজ শর্ট ডেস্ক: বীমা নিয়ামক সংস্থা ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (IRDAI) এবার ইন্সুরেন্স (Insurance) সেক্টরের কোম্পানি এবং গ্রাহকদের জন্য একটি বড় খবর নিয়ে এসেছে। আইআরডিএআই এবার সারেন্ডার ভ্যালুর (Surrender Value) ওপর জীবন বীমা সংস্থাগুলি বড় স্বস্তি দিতে চলেছে। এই নতুন নিয়মে পলিসি সমর্পণের উপর স্যারেন্ডার ভ্যালু নির্ধারিত হবে।
অর্থাৎ অর্থাৎ পলিসি স্যারেন্ডারের সময়কাল যত বেশি হবে স্যারেন্ডার মূল্য তত বেশি হবে। পলিসি সারেন্ডার ভ্যালুর এই নতুন নিয়ম আগামী মাস থেকে এই অর্থাৎ ২০২৪ সালের ১ এপ্রিল থেকেই কার্যকর হতে চলেছে।
নন-সিঙ্গেল প্রিমিয়ামের মূল্য কি হবে?
দ্বিতীয় বছরেই পলিসি স্যারেন্ডার করা হলে প্রদত্ত মোট প্রিমিয়ামের ৩০% পাওয়া যাবে।
একইভাবে পলিসিটি তৃতীয় বছরে সমর্পণ করা হলে প্রদত্ত মোট প্রিমিয়ামের ৩৫%মিলবে।
কেউ যদি পলিসিটি চতুর্থ থেকে সপ্তম বছরে সমর্পণ করেন, তাহলে তিনি প্রদত্ত মোট প্রিমিয়ামের ৫০% পাবেন।
এছাড়া পলিসিটি যদি ২ বছর পূর্ণ হওয়ার আগে সমর্পণ করা হয়, তাহলে প্রদত্ত মোট প্রিমিয়ামের ৯০% পাওয়া যাবে।
একক প্রিমিয়ামে স্যারেন্ডার মূল্য কী হবে?
পলিসিটি তৃতীয় বছরে স্যারেন্ডার করা হলে প্রদত্ত মোট প্রিমিয়ামের ৭৫% পাওয়া যাবে।
একইভাবে পলিসিটি চতুর্থ বছরে সমর্পণ করা হলে প্রদত্ত মোট প্রিমিয়ামের ৯০% পাওয়া যাবে
পলিসিটি ২ বছর পূর্ণ হওয়ার আগে সমর্পণ করা হলে, প্রদত্ত মোট প্রিমিয়ামের ৯০% মিলবে।
আরও পড়ুন: টুক করে ঘুরে আসুন বিদেশ! এবার এই পদ্ধতিতেই মাত্র ৫ দিনে পেয়ে যাবেন পাসপোর্ট
জীবন বীমা গ্রাহকদের জন্য ইতিবাচক দিকগুলি কি কি ?
নতুন নিয়মে ৩ বছর পর্যন্ত পলিসির জন্য সমর্পণ মূল্যে তেমন কোন পরিবর্তন নেই।
বেশিরভাগ পলিসি ৩ বছর পরেই স্যারেন্ডার করে।
চতুর্থ এবং সপ্তম বছরের মধ্যে স্যারেন্ডার মূল্যে সামান্য বৃদ্ধি পেয়েছে ।
সাধারণত বেশিরভাগ পলিসিই সপ্তম বছরের পর সমর্পণযোগ্য নয় ।
এখানে বলে রাখি IRDAI ৮ টি নীতি ভিত্তি রেগুলেশন অনুমোদন করেছে। ৩৪ টি রেগুলেশনকে ৬টি রেগুলেশন দিয়ে পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি দুটি নতুন নিয়মও আনা হয়েছে।