Jio

anita

Jio: আনলিমিটেড ডেটা আর ফ্রি কলিংয়ের সুবিধা, Jio-র এই ট্রেন্ডিং অফার শুনলেই ঘুরবে মাথা!

নিউজ শর্ট ডেস্ক: বাজারে এখন ব্যাপক চলছে জিও (Jio)-র সব থেকে সস্তার রিচার্জ প্ল্যান। জিও-র এই প্ল্যানে রোজ পাওয়া যাবে ২ জিবি ডেটা, কলিং  সহ আরও অনেক সুবিধা। এমনিতে জিওর অনেক রিচার্জ প্ল্যান (Recharge Plan) আছে। যে গুলির আলাদা আলাদা দাম আর একগুচ্ছ সুবিধা পাওয়া যায়। আজ আপনাদের জানাবো জিওর এমনই একটি ট্রেন্ডিং প্ল্যান (Trending Plan) সম্পর্কে।

   

জিও-র এমনই একটি রিচার্জ প্ল্যান হল ২৯৯ টাকার প্ল্যান (299 Plan )। জিওর অফিসিয়াল ওয়েবসাইটে ট্রেন্ডিং ট্যাগের  সাথে ২৯৯ টাকা রিচার্জ প্ল্যান পাওয়া যাচ্ছে। এই প্ল্যানে রিচার্জ করলে গ্রাহকরা  মোট ৫৬ জিবি ডেটা পাবেন। অর্থাৎ এই প্ল্যানে প্রত্যেকদিন ২ জিবি করে ডেটা পাওয়া যাবে। জিও-র   এই রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীরা কলিং-ডেটা সহ আরো বেশ কিছু সুবিধা পাবেন।

এই প্ল্যানের মেয়াদ কত দিন? জানা যাচ্ছে এই ২৯৯ টাকার রিচার্জ প্ল্যানে ভালিডিটি মোট ২৮ দিন। অর্থাৎ এই রিচার্জ প্লানের বৈধতা প্রায় এক মাস। জিওর এই রিচার্জ প্ল্যানে আনলিমিটেড কলিং-এর সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানে লোকাল আর স্টেডি কলগুলিও অন্তর্ভুক্ত। এছাড়াও রয়েছে এসএমএস এর সুবিধা।

জিও,Jio,রিচার্জ প্ল্যান,Recharge Plan,ট্রেন্ডিং প্ল্যান,Trending Plan,২৯৯ প্ল্যান,299 Plan,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

জিও-র এই প্ল্যানে শুধু কল কিংবা ডেটা নয় সেই সাথে বিনামূল্যে পাওয়া যাবে ১০০-টা এসএমএস। অর্থাৎ এই প্ল্যানে রিচার্জ করলে ফ্রি এসএমএস করা যাবে। আসলে এই হোয়াটসঅ্যাপের যুগেও এখনও এমন অনেকেই রয়েছেন যারা এসএমএসের মাধ্যমেই বার্তা আদান-প্রদান করে থাকেন। এখানেই শেষ নয় এছাড়াও বেশ কিছু জিও অ্যাপ্লিকেশন ফ্রি-তে অ্যাক্সেস করা যাবে।

আরও পড়ুন: রোজ ৩ জিবি ডেটা, ভ্যালিডিটি ৮৪ দিন পর্যন্ত, এই ২ রিচার্জ প্ল্যানে পয়সা বাঁচবে অনেক

জিও-র এই রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীরা জিও টিভি, জিও সিনেমা ছাড়াও অ্যাক্সেস করতে পারবেন জিও ক্লাউড। তবে এখানে বলে রাখি এই রিচার্জ প্ল্যানে জিও সিনেমা প্রিমিয়ামের অ্যাক্সেস করার সুবিধা পাওয়া যাবে। তবে শুধু ওই ২৮ দিনের প্ল্যানই নয় এছাড়াও রয়েছে জিওর আরও একটি ৫৬ দিনের রিচার্জ প্ল্যান।

জিও,Jio,রিচার্জ প্ল্যান,Recharge Plan,ট্রেন্ডিং প্ল্যান,Trending Plan,২৯৯ প্ল্যান,299 Plan,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

সেক্ষেত্রেও ব্যবহারকারীরা রোজ ২ জিবি করে ডেটা পাবেন।. এই প্ল্যানে ব্যবহারকারীরা মোট ১২২ জিবি ডেটা অ্যাক্সেস করতে পারবেন। এই রিচার্জ প্ল্যানের দাম কত? ৫৬ দিনের এই রিচার্জ প্ল্যানে ডেইলি ২ জিবি করে ডেটা ব্যবহারের সুবিধা পাওয়া যায়। এই প্ল্যানে রিচার্জ করতে গেলে মোট খরচ পড়বে ৫৩৩ টাকা। এই প্ল্যানে ব্যবহারকারীরা আনলিমিটেড কলিং এর সুবিধা পাবেন।