West Bengal Government

Papiya Paul

West Bengal Government: আজ থেকেই এদের অ্যাকাউন্টে হু হু করে ঢুকবে টাকা! জানুন কারা পাবেন?

নিউজশর্ট ডেস্ক: কথা রাখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে তিনি যা বলেছিলেন সেই মত উপভোক্তাদের ব্যাংক একাউন্টে বকেয়া টাকা ঢুকতে চলেছে। ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যকে একাধিক প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র। অন্তত তৃণমূল সূত্রের তরফ থেকে এমনটাই দাবি করেছে। বারে বারে সরব হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

   

রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে কেন্দ্রীয় সরকারের টাকার অপেক্ষা না করে এবার রাজ্যের তরফ থেকেই ১০০ দিনের কাজের কর্মীদের বকেয়া টাকা দেওয়া হবে। সেই মত ২১ ফেব্রুয়ারি দিনও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তবে এরপরে বিধানসভায় আবার তিনি জানান ১০০ দিনের কাজ করা উপভোক্তাদের সংখ্যা বেড়ে যাওয়াতে একুশে ফেব্রুয়ারি নয় এক মার্চ থেকে টাকা দেওয়া হবে।

আর ২৬ শে ফেব্রুয়ারি থেকে এই কাজ শুরু হতে চলেছে। জানা গিয়েছে, ২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত এই ৫ দিনের মধ্যে ১০০ দিনের কর্মীদের একাউন্টে টাকা ঢুকে যাবে। এই ১০০ দিনের কাজের মজুরি বাবদ বকেয়া ২৬৫০ কোটি টাকার বেশি অর্থ রিলিজ করা হয়েছে বলে জানানো হয়েছে। এই টাকার মধ্যে জিটিএ’র প্রাপ্য টাকা হল ১২৯ কোটি ৪২ লক্ষ ৮৯ হাজার ৭২৮ টাকা।

আরও পড়ুন: Government: লক্ষ্মীর ভান্ডারও ফেল! বেকার হলেই প্রতি মাসে মিলবে ২০০০ টাকা! বড় ঘোষণা সরকারের

আজ থেকে ১০০ দিনের কাজের বকেয়া মজুরি সরাসরি উপভোক্তাদের একাউন্টে পাঠানো শুরু হবে এবং ১ মার্চের মধ্যে সেই কাজ সম্পন্ন করে ফেলতে হবে। সমস্ত উপভোক্তাদের নামের তালিকা স্থানীয় পঞ্চায়েত অফিসের টাঙানো হবে। এই নিয়ে জেলায় জেলায় প্রচার চালানো হবে। এই নিয়ে সাত দফা প্রচার কর্মসূচি রাখা হয়েছে। এই তালিকায় যে উপভোক্তাদের নাম থাকবে তারা কত টাকা পাবেন সব কিছুর তালিকা থাকবে।

এছাড়া নবান্ন সূত্রের খবর অনুযায়ী বিশেষ এসওপি জারি করা হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে যে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ১০০ দিনের কাজেরই মজুরি প্রাপকদের নাম টাঙিয়ে রাখতে হবে। কোন উপভোক্তা কত টাকা পাবেন কত টাকা তার প্রাপ্য সমস্ত কিছুই লেখা থাকবে সেই তালিকার মধ্যে। এর জন্য থাকবে কন্ট্রোল রুম।