নিউজ শর্ট ডেস্ক: বর্তমানে টেলিকম সংস্থার বাজারে একে অপরের প্রবল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠে রিলায়েন্স জিও (Reliance Jio) এবং এয়ারটেল (Airtel)। এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। একে অপরকে টেক্কা দিতে এক চুল-ও জমি ছাড়তে নারাজ কেউই। তাই এবার এয়ারটেলকে একেবারে ধরাশায়ী করতে এক দারুন প্ল্যান এনেছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) রিলায়েন্স জিও।
দুটি সংস্থাই দেশের সমস্ত গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে বাজারে নিয়ে আসছে নিত্য নতুন রিচার্জ প্ল্যান (Recharge Plan)। তাই বর্তমানে উভয় টেলিকম সংস্থাই গ্রহকদের জন্য নিয়ে এসেছে সেরা রিচার্জ প্ল্যান। আসলে এমন অনেক গ্রাহক রয়েছেন যারা মান্থলি রিচার্জ অ্যালার্ট দেখে দেখে বিরক্ত হয়ে যান। আবার অনেকেই এক বছরের জন্য কোনো প্ল্যান রিচার্জ করতে চান না।
আজকের প্রতিবেদনে আপনাদের জানাব jio এবং Airtel-এর এমন একটি প্ল্যানের কথা যার ভ্যালিডিটি থাকে ৯০ দিন। তবে দুটি প্ল্যানেরই দাম এবং সুবিধা কিন্তু আলাদা। তুলনামূলক ভাবে বিচার করলে দেখা যাবে জিওর প্ল্যানটি অনেক কম দামি। আসুন জানা যাক জিও নাকি এয়ারটেল কোন রিচার্জ প্ল্যানটি এক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা দিচ্ছে?
জিওর ৭৪৯ টাকার প্ল্যান
জিওর ৭৪৯ টাকার এই প্রিপেড প্ল্যানে গ্রাহকরা পাবেন ৯০ দিনের ভ্যালিডিটি। এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি করে হাই স্পিড ডেটা ছাড়াও পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কল এবং বিনামূল্যে ১০০ টি এসএমএসের সুবিধা। এছাড়াও জিওর এই রিচার্জ প্ল্যানে জিও টিভি জিও, সিনেমা জিও ক্লাউড এবং জিও সিকিউরিটির মতো অতিরিক্ত সুবিধা গুলিও পাওয়া যাবে। এই প্ল্যানে মোট ১৮০ জিবি ডেটা পাওয়া যায়।
আরও পড়ুন: এবার বাজার কাঁপাতে আসছে সস্তার এই নতুন মোবাইল! টেক্কা দেবে Vivo, Oppo-কে
এয়ারটেলের ৭৭৯ টাকার প্ল্যান
জিওর তুলনায় এয়ারটেলের এই রিচার্জ প্ল্যানের দাম বেশি। এয়ারটেলের এই ৭৭৯ টাকার প্রিপেড প্ল্যানটিও ৯০ দিনের জন্য বৈধ থাকে। কিন্তু বেশি টাকা দিয়ে রিচার্জ করেও এই প্ল্যানের গ্রাহক প্রতিদিন ডেটা পেয়ে থাকেন জিওর তুলনায় কম অর্থাৎ মাত্র দেড় জিবি। সেই সাথে এই প্ল্যানে প্রত্যেকদিন বিনা মূল্যে পাওয়া যায় ১০০ টি এসএমএস। এছাড়াও ব্যবহারকারীরা এই প্ল্যানে আনলিমিটেড কলিং এর সুবিধাও পেয়ে থাকেন। এই রিচার্জ প্ল্যানের বৈধতা থাকে ৯০ দিন। এই রিচার্জ প্ল্যানে FASTag-এ ১০০ টাকার ক্যাশব্যাকের সাথেই পাওয়া যায় তিন মাসের অ্যাপোলো সার্কেল সাবস্ক্রিপশন।
জিও নাকি এয়ারটেল কার রিচার্জ প্ল্যান সেরা?
জিও এবং এয়ারটেল দুটি প্ল্যানেরই ভ্যালিডিটি ৯০ দিন. কিন্তু দুটি প্ল্যানের মধ্যেই মোট ৩০ টাকার পার্থক্য রয়েছে। তবে এয়ারটেল-এর প্ল্যান জিও-র থেকে ৩০ টাকা বেশি দামী হলেও জিও তার কম দামি প্ল্যানে ২ জিবি ডেটা দিয়ে থাকে। যদিও এয়ারটেল সেখানে দিচ্ছে দেড় জিবি ডেটা। অর্থাৎ জিওর প্ল্যানের মোট ১৮০ জিবি ডেটা পাওয়া গেলেও এয়ারটেল দিচ্ছে মাত্র ১৩৫ জিবি ডেটা। অর্থাৎ এর মানে দাঁড়াচ্ছে জিও ৩০ টাকা কম দামে এয়ারটেলের থেকে ৪৫ জিবি বেশি ডেটা দিচ্ছে। তাই উভয় প্ল্যানের সমস্ত সুবিধা প্রায় একই থাকলেও কম টাকায় এয়ারটেলের থেকে বেশি ডেটা দিচ্ছে জিও। এছাড়া যদি কেউ জিও টিভি দেখেন তাহলে তাকে জিওর এই প্ল্যান টিভি দেখার ক্ষেত্রেও বিশেষ সাহায্য করবে।