নিউজ শর্ট ডেস্ক: টলিপাড়ায় এখন সুপারহিট জুটি ৫৩-র কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) আর ২৬-এর শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattaraj)! অসম বয়সী এই দম্পতির মাঝে বয়সের ফারাক বিস্তার, হলেও কমতি নেই ভালোবাসার। তাই নিন্দুকদের সমালোচনাকে বুড়ো আঙ্গুল দেখিয়েই শ্রীময়ী এখন ব্যস্ত নিজেদের বিয়ে নিয়ে।
কিছুদিন আগেই দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সাথে ডিভোর্স হয়ে গিয়েছে কাঞ্চনের। আর তারপরেই প্রেম দিবসেই অর্থাৎ ১৪ই ফেব্রুয়ারি বহুদিনের পরিচিত বান্ধবী তথা টেলি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সাথে আইনি বিয়ে সেরেছিলেন কাঞ্চন। আর এবার পালা তাদের সামাজিক বিয়ের।
রাজকীয় এই বিয়েতে শ্রীময়ের স্বপ্ন পূরণে কোনো খামতি রাখেননি কাঞ্চন। বৃহস্পতিবারই মিটেছে তাঁদের মেহেন্দির পর্ব। আর আগামী ৬ মার্চ ধুমধাম করে রাজকীয় বিয়ে সারতে চলেছেন এই জনপ্রিয় সেলেব কাপল।
কিন্তু সকলের মনেই এখন কৌতূহলী প্রশ্ন কোথায় বিয়ে হচ্ছে কাঞ্চন-শ্রীময়ীর? মেনুতেই বা কি কি আছে? কিংবা শ্রীময়ীর সাথে তৃতীয় বিয়েতে কত খরচ করছেন কাঞ্চন? ইন্ডাস্ট্রির অন্দরের খবর হো-চি-মিন সরণির বুকে অবস্থিত ১১৪ বছরের পুরনো রিস্টোর করা হেরিটেজ প্রাপার্টি, গ্যারেলিয়া ১৯১০-তে সাতপাকে বাঁধা পড়বেন কাঞ্চন-শ্রীময়ী। চোখ ধাঁধানো এই বিল্ডিং টি ক্যামাক স্ট্রিট লাগোয়া রাস্তার উপরেই অবস্থিত।
আরও পড়ুন: রাঙা বউ শেষ হওয়ার পর নেই কোনো কাজ! মন খুলে যা বললেন মানসী
তিন তলা এই ভবন এখন শহরের বিখ্যাত আর্ট ক্লাব, রেস্তোরাঁ। যা একটা সময় স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়, তাঁর ছেলে স্যার বীরেন ও পুত্রবধূ লেডি রানুর বাসভবন ছিল। এর ভিতরে রয়েছে দুটি সুসজ্জিত ব্যাঙ্কোয়েট হল যা বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়।
জানা যাচ্ছে কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের ভেনুর চার্জ কমপক্ষে এক লক্ষ টাকা। যদিও সেটি কোনো ডেকোরেশন ছাড়া। তবে খাবারের জন্য আলাদা টাকা খরচ করতে হবে। জানা যাচ্ছে তাঁদের বিয়েতে ভেজ এবং নন-ভেজ উভয় থালিই থাকবে। জানা যাচ্ছে নন-ভেজ থালি শুরু হবে ১০০০ টাকা থেকে। তবে হবু বর-বউ জানিয়েছেন মাটন তাঁদের মেনুতে থাকা মাস্ট।