নিউজ শর্ট ডেস্ক: কিছুদিন আগেই জি বাংলার (Zee Bangla) বাংলার পর্দার শেষ হয়েছে জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘খেলনা বাড়ি’ (Khelna Bari)। এই ধারাবাহিকে নায়ক-নায়িকা ইন্দ্র-মিতুল (Indra -Mitul) ছাড়াও দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল অর্ক-কলি-গুগলির মতো একাধিক চরিত্র। বিশেষ করে এই ধারাবাহিকে খলনায়ক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন রণোজিৎ লাহিড়ী ওরফে রণো (Rano) অভিনেতা সায়ন্তন সরকার (Sayantaan Sarkar)।
টিভির পর্দায় তার একের পর এক হাড় হিম করা চক্রান্তে কার্যত নাজেহাল হয়ে পড়েছিল মিতুল সহ গোটা লাহিড়ী পরিবার। তবে টিভির পর্দায় খেলনাবাড়ি শেষ হওয়ার অনেক আগেই রণো চরিত্রের আয়ু শেষ হয়ে গিয়েছিল। সিরিয়ালের প্লট অনুযায়ী দেখা গিয়েছিল গাড়িতে বোম ব্লাস্ট হয়ে মারা গিয়েছিল ইন্দ্র-মিতুলের চরম শত্রু রণোজিৎ লাহিড়ী।
খেলনা বাড়ির আগেও সায়ন্তন বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছেন। তবে খেলনাবাড়িই তাঁকে সবচেয়ে বেশি জনপ্রিয়তা দিয়েছিল। তবে অনেকে অনেকেই জানেন না তুখোড় অভিনয়ের পাশাপাশি সায়ন্তনের শিক্ষাগত যোগ্যতাও কিন্তু নজরকাড়া। কিছুদিন আগেই এক প্রথম শ্রেণীর সংবাদমাধ্যমে দেওয়ার সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন তিনি ‘বিধাননগর মিউনিসিপ্যাল’ স্কুলে পড়াশোনা করেছেন। তার পর ইংরেজি অনার্স নিয়ে স্নাতক পাশ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।
বেশ কিছুদিন মোটা মাইনের চাকরিও করেছিলেন অভিনেতা। সায়ন্তনের কথায় জানা যায় বেশ কিছুদিন তিনি একটি প্রথম সারির বিমান সংস্থায় কেবিন ক্রু হিসাবে চাকরি করেছিলেন টানা আড়াই বছর। মোটা মাইনের বেতনও পেতেন তিনি। কিন্তু কোন কিছুতেই সেভাবে মানসিক তৃপ্তি পাচ্ছি না তিনি। তাই সব ছেড়ে আবার চলে এসেছিলেন অভিনয় করতে।
আরও পড়ুন: আর রেহাই নেই! পর্ণার তার কাটতেই সত্যি স্বীকার করল ইশা, ফাঁস নীম ফুলের মধুর আগাম পর্ব
সায়ন্তন জানিয়েছিলেন কলেজে পড়ার সময় থেকেই তিনি মডেলিং করতে শুরু করেছিলেন। এরপর তিনি তাঁর মায়ের প্রচেষ্টায়তাই ‘নান্দীকার’-এ ভর্তি হন। সেখান থেকেই প্রাথমিক ভাবে অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। তাঁর প্রথম কাজ ছিল ‘ঠিক যেন লাভ স্টোরি’ সিরিয়ালে নায়কের বন্ধুর চরিত্র। এরপর ‘টোটাল দাদাগিরি’ সিনেমার অভিনেতা যশ দাশগুপ্তের বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন ছোট পর্দার এই ভিলেন।
এছাড়া ‘যমুনা ঢাকি’ সিরিয়ালেও খলনায়ক হয়েছিলেন সায়ন্তন। তবে সন্তান যে শুধুই নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন তা কিন্তু নয়। অভিনেতার কথায় জানা গিয়েছে সান বাংলার ‘মোম পালক’ নামের একটি সিরিয়ালে আদ্যোপান্ত রোমান্টিক হিরোর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। যদিও এই সিরিয়ালটি সেভাবে হিট হয়নি। তবে খেলনা বাড়ি শেষ হওয়ার পর সায়ন্তন আবার কবে পর্দায় ফিরবেন তা এখনও জানা যায়নি।