LIC

LIC: মাত্র ৪৫ টাকা বিনিয়োগে মিলছে ২৫ লক্ষ রিটার্ন! LIC-র এই স্কিমে টাকা রাখলেই হতে পারেন লাখপতি

নিউজ শর্ট ডেস্ক: ‘এলআইসি’র (LIC) তরফ থেকেও এই প্রকল্পে বিনিয়োগ করার সুযোগ দেওয়া হয়। যার ফলে সকলেই জীবন যাপনের ক্ষেত্রে অনেক বেশি সুযোগ-সুবিধাও পেয়ে থাকেন। এমনকি মৃত্যুর পরেও আর্থিক সুযোগ-সুবিধা পাওয়া যায়।বর্তমানে ভারতীয় জীবন বীমা কর্পোরেশনের দ্বারা একটি পলিসি চালু করা হয়েছে, এই পলিসিতে বিনিয়োগ করার পর গ্রাহকরা ডবল বোনাসের সুবিধাও পেয়ে থাকেন।

এই পলিসিতে শুধুমাত্র ৪৫ টাকা বিনিয়োগ করেই ২৫ লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন পাওয়া যায়। আসুন এল আই সি’র এই পলিসি সম্পর্কে বিস্তারিত জানা যাক।ভারতীয় জীবন বীমা নিগম কর্পোরেশন দ্বারা দেশের নাগরিকদের জন্য আনা হয়েছে একটি সবথেকে সেরা একটি পলিসি। যার নাম ‘জীবন আনন্দ পলিসি’ (Jeevan Anand Policy)। এই পলিসি একটি প্রিমিয়াম টার্ম পলিসি, যাতে বিনিয়োগ করলে ডবল বোনাসের সুবিধা পাওয়া যায়।

 আরও পড়ুন: মাত্র ১৫ বছরের মধ্যে হতে পারেন ১ কোটির মালিক! জানেন কিভাবে হবেন কোটিপতি?

LIC- র যে কোনো পলিসিতে বিনিয়োগ করা সম্পূর্ণ নিরাপদ। এক্ষেত্রে বিনিয়োগ করলে গ্রাহকরা সঠিক সময়ে পুরোপুরি নিশ্চিত রিটার্ন পেয়ে থাকেন। এই কারণেই LIC বর্তমানে দেশের এক নম্বর বিমা সংস্থা।এই পলিসিতে বিনিয়োগ করার পর কোম্পানির তরফ থেকে গ্রাহকদের দুই’ভাবে সুবিধা দেওয়া হয়হয়, যার মধ্যে রয়েছে ডেট বেনিফিট এবং রাইডার বেনিফিট।

এলআইসি,LIC,জীবন আনন্দ পলিসি,Jeevan Anand Policy,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এক্ষেত্রে যদি পলিসি ম্যাচিউর হওয়ার আগেই পলিসি ধারকের মৃত্যু হয়, তাহলে সেই পলিসির পুরো লাভ নমিনির নামে করে দেওয়া হয়।এই পলিসিতে নূন্যতম ১ লক্ষ টাকা বিমা দেওয়া হয়। তবে এক্ষেত্রে কোম্পানির তরফে কোনো সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়নি। ইদানীং গ্রাহকদের মধ্যে এই পলিসির জনপ্রিয়তা ব্যাপক হারে বেড়ে গিয়েছে। এবং এই পলিসির গ্রাহকদের সংখ্যাও দিনে দিনে বেড়ে চলেছে।

এলআইসি-র এই পলিসিতে কোম্পানি ২৫ লক্ষ টাকা রিটার্ন পাওয়ার সুযোগ দিচ্ছে। তবে তার জন্য প্রতিদিন ৪৫ টাকা করে বিনিয়োগ করতে হবে।তবে এক্ষেত্রে একটানা ৩৫ বছর পর্যন্ত প্রতিদিন ৪৫ টাকা করে বিনিয়োগ করতে হবে। আর বছরের হিসাবে প্রতি বছর ১৬,৩০০ টাকা করে বিনিয়োগ করতে হবে। যার ফলে ৩৫ বছরের এই দীর্ঘ সময়ে মোট বিনিয়োগের পরিমাণ হবে ৫ লাখ ৭০ হাজার ৫০০ টাকা। আর পলিসি ম্যাচিউর হওয়ার পর পাওয়া ২৫ লক্ষ টাকা পাওয়া যায়।

এলআইসি,LIC,জীবন আনন্দ পলিসি,Jeevan Anand Policy,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali
বিনিয়োগ কিভাবে করবেন?

যদি কেউ এই পালিসি তাহলে তাকে এলআইসি অফিস বা এলআইসি এজেন্টের কাছে যেতে হবে। এরপর এই পলিসি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে এবং তারপর যে কেউ এই পলিসি কেনার সিদ্ধান্ত নিতে পারেন।

Avatar

anita

X