LIC POLICY

LIC Policy: LIC-র এই স্কিমে টাকা বিনিয়োগ করুন, মেয়াদ শেষে হাতে আসবে ৫৪ লক্ষ টাকা!

নিউজ শর্ট ডেস্ক: ভারতীয় জীবন বিমা সংস্থা অর্থাৎ LIC-এর তরফে গ্রাহকদের জন্য আনা হয়েছে একাধিক লাভজনক স্কিম ৷ এই স্কিমের সাহায্যে বিভিন্ন বয়সের ব্যক্তিরা  দুর্দান্ত সব লাভজনক পলিসির সুবিধা পেতে পারেন৷ এরকমই একটি লাভজনক পলিসি হচ্ছে এলআইসি জীবন লাভ (LIC Jeevan Labh) পলিসি৷ এই পলিসি  থেকে ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা এবং সেভিংস দু’রকমেরই বেনিফিট পাওয়া যায়৷

LIC-র এই বিশেষ স্কিমে, প্রতি মাসে ৭৭০০ টাকা সাশ্রয় করে পেয়ে যাবেন ৫৫ লক্ষ টাকা।

জীবন লাভ পলিসি

LIC-র জীবন লাভ পলিসি এমন একটি এন্ডাউমেন্ট পলিসি, যাকে বলা হয় নন-লিঙ্কড,ব্যক্তিগত,সঞ্চয় পরিকল্পনা জীবন বীমা।

নিশ্চিত রাশি

অনেকেই হয়তো জানেন না এই পলিসির অধীনে পলিসি ধারকের মৃত্যু হলে সেক্ষত্রেও একটি বিমা পাওয়া যেতে পারে ।

এলআইসি জীবন লাভ পলিসি,LIC Jeevan Labh,ভারতীয় জীবন বিমা নিগম,Life Insurance Corporation,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

পলিসি ধারক

যদি কোনো কারণ বশত পলিসি ধারকের মৃত্যু হয়, তাহলে তার পরিবার বীমাকৃত অর্থের কমপক্ষে ১০৫% সুবিধা পাবেন।

বিনিয়োগের সময়সীমা

এই পলিসির অধীনে বিনিয়োগের সময় হল  ১৬ বছর, ২১ বছর এবং ২৫ বছর।

আরও পড়ুন: এই দিন থেকে বন্ধ হচ্ছে পেটিএম পরিষেবা! জেনে নিন অ্যাকাউন্টের টাকা ফেরত পাবেন কিনা?

৫৯ বছর বয়সে বিনিয়োগ

এই পলিসিতে যদি কেউ ৫৯ বছর বয়সে বিনিয়োগ করেন তাহলে তিনি শুধুমাত্র ১৬ বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন।

প্রিমিয়াম প্রদান

এই পলিসির প্রিমিয়াম প্রতি মাসে, তিন মাস,৬ মাস অথবা বার্ষিকভাবে পরিশোধ করা যেতে পারে এবং এর মোট মেয়াদ সীমা ৭৫ বছর পর্যন্ত হয়ে থাকে।

এলআইসি জীবন লাভ পলিসি,LIC Jeevan Labh,ভারতীয় জীবন বিমা নিগম,Life Insurance Corporation,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

২৫৩ টাকা বা প্রতি মাসে

এই পলিসিতে প্রতিদিন ২৫৩ টাকা, প্রতি মাসে ৭৭০০ টাকা এবং বছরে ৯২৪০০ টাকা বিনিয়োগ করা যেতে পারে।

৫৪ লক্ষ টাকা লাভ

হিসাব অনুযায়ী এক্ষেত্রে টাকা বিনিয়োগের ২৫ বছর পর, মেয়াদ শেষে ৫৪ লক্ষ টাকার সুবিধা পাওয়া যাবে।

Avatar

anita

X