LIC

anita

LIC: এই পলিসি থাকলেই কেল্লাফতে, LIC-তে মিলবে প্রচুর টাকা! শুধু করুন এই কাজ

নিউজ শর্ট ডেস্ক: অনেকেই বিভিন্ন প্রয়োজনে ব্যাংক থেকে লোন (Loan) নিয়ে থাকেন। কিন্তু অনেকেই হয়তো জানেন না এখন এলআইসির তরফেও গ্রাহকদের জন্য বিশেষ ঋণের  ব্যবস্থা করা হয়েছে। তবে বিষয়টা শুনতে অদ্ভুত লাগলেও সত্যি। আসুন জানা যাক কীভাবে এলআইসি থেকে ঋণ নেওয়া যায়। কিংবা এলআইসি থেকে ঋণ নেওয়ার জন্য কি কি যোগ্যতা থাকা জরুরি। আসুন এ সম্পর্কে বিস্তারিত জানা যাক।

   

এলআইসি পার্সোনাল লোন ২০২৪

বিভিন্ন ব্যাঙ্কের মতো এলআইসিও আজকাল গ্রাহকদের ব্যক্তিগত লোন দিচ্ছে। তবে তার জন্য গ্রাহকদের একটি এলআইসি পলিসিথাকা জরুরি। তাছাড়াও এলআইসির পার্সোনাল লোন নেওয়ার জন্য বেশ কিছু প্রয়োজনীয় যোগ্যতা থাকা জরুরি।

এলআইসি থেকে কীভাবে ঋণ নেবেন?

আপনিও যদি এলআইসি থেকে ঋণ নিতে চান তবে তার জন্য আপনার কমপক্ষে একটি বৈধ এলআইসি পলিসি থাকা উচিত। আপনার যদি এলআইসির পলিসি থাকে, তাহলে আপনি এখান থেকেও সহজেই লোন নিতে পারেন।

লোন,Loan,এলআইসি পার্সোনাল লোন,LIC Personal Loan,LIC,এলআইসি,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এলআইসি-র লোন নেওয়ার জন্য প্রথমে সেই প্রতিষ্ঠানের থেকে চাওয়া সমস্ত যোগ্যতা পূরণ করতে হবে। এর পরে, এলআইসির হোম অফিসে গিয়ে সেখানে কিছু প্রয়োজনীয় তথ্য এবং নথি জমা দিতে হবে। তারপরে প্রতিষ্ঠান থেকে চাওয়া সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সমেত  একটি আবেদন জমা করতে হবে। তারপর সবকিছু যদি মিলে যায় তাহলে এই লোন পাওয়া যাবে। বর্তমানে এলআইসি অফলাইনে ঋণ দিয়ে থাকে। এই মুহূর্তে এই লোন নেওয়ার জন্য অনলাইনে আবেদন করার অপশন নেই।

আরও পড়ুন: এক রিচার্জ চলবে টানা এক বছর, রোজ মিলবে ২ জিবি ডেটা সঙ্গে ফ্রি অ্যামাজন প্রাইম!

এলআইসি লোনের বৈশিষ্ট্য কি কি?

এই লোনে কত সুদ দিতে হবে তা  প্রোফাইল এবং সিবিলের উপর নির্ভর করে। যা থেকে বোঝা যাবে গ্রাহকের প্রোফাইল ভালো নাকি খারাপ।

আগে থেকেই এলআইসি পলিসি করা আছে এমন একজন গ্রাহক এই ঋণনিতে পারেন  এবং সেই পলিসির বয়স ৩ বছর হতে হবে।

কে কত ঋণ পাবে তা তার Surrender Value-র উপর নির্ভর করে।

ঋণ নেওয়ার পরে, এলআইসি গ্রাহকের পলিসি বন্ধক রাখে। কেউ যদি সময় মতো ঋণ শোধ না করেন তবে এলআইসি সেই পলিসি বন্ধ করে দেয়।

যদি কারও ঋণের পরিমাণ Surrender Value-র চেয়ে বেশি হয়, তাহলে এলআইসির পলিসি বন্ধ হয়ে যেতে পারে।

লোন,Loan,এলআইসি পার্সোনাল লোন,LIC Personal Loan,LIC,এলআইসি,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এলআইসি থেকে ঋণ নেওয়ার জন্য যোগ্যতার মানদণ্ড –

আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে।

আবেদনকারীর অবশ্যই একটি বৈধ এলআইসি পলিসি থাকতে হবে।

লোন নেয়া এলআইসি পলিসির একটি Surrender অ্যামাউন্ট থাকতে হবে।

অবশ্যই একটি বৈধ এলআইসি পলিসি থাকতে হবে। যা কমপক্ষে ৩ বছরের পুরানো হওয়া এবং কমপক্ষে ৩ টি পলিসি প্রদান করতে হবে।

আরও পড়ুন:  কলকাতাতেও ছুটবে বুলেট ট্রেন! প্রকাশ্যে ঝাঁ চকচকে ট্রেনের ফার্স্ট লুক, দেখলেই ফিদা হবেন

এলআইসি-র  কোন কোন পলিসিতে লোনের সুবিধা পাওয়া যাবে?

জীবনের প্রগ্রতি

জীবন লাভ

সিঙ্গল-প্রিমিয়াম এন্ডোমেন্ট প্ল্যান

নতুন এন্ডোমেন্ট প্ল্যান

নতুন জীবনানন্দ

জীবন রক্ষক

লিমিটেড প্রিমিয়াম এন্ডোমেন্ট প্ল্যান

জীবনের লক্ষ্য

এলআইসি থেকে ঋণ নিতে প্রয়োজনীয় কাগজপত্র –

আবেদনপত্র ও লেটেস্ট ছবি।

আসল পলিসি বন্ড এবং ডকুমেন্টস।

আধার কার্ড, কিংবা প্যান কার্ডের পরিচয় পত্র।

বিদ্যুৎ বিল এবং রেশন কার্ডের মতো রেসিডেন্স সার্টিফিকেট।

ব্যাংক স্টেটমেন্ট এবং আইটিআর-এর মতো আয়ের প্রমাণ।