Bullet Train

Bullet Train: কলকাতাতেও ছুটবে বুলেট ট্রেন! প্রকাশ্যে ঝাঁ চকচকে ট্রেনের ফার্স্ট লুক, দেখলেই ফিদা হবেন

নিউজশর্ট ডেস্ক: ভারতীয় রেলের(Indian Railways) জনপ্রিয়তা নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। সাধারণ যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রেল নিত্যনতুন পরিষেবা চালু করছে। ঠিক যেমন কিছুদিন আগেই চালু হয়েছে নীল-সাদা রংয়ের বন্ধে ভারত এক্সপ্রেস। এই ট্রেন ইতিমধ্যেই দেশবাসীর মন জয় করে নিয়েছে। আর এবার আসতে চলেছে দ্রুত গতি সম্পন্ন বুলেট ট্রেন(Bullet Train)।

শোনা যাচ্ছে, শুধুমাত্র মুম্বাই কিংবা আহমেদাবাদের রুটে নয়, কলকাতাতেও এই বুলেট ট্রেন ছুটতে শুরু করবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইতিমধ্যেই এই বুলেট ট্রেনের জন্য তিনটি গোল্ডেন রুটের রূপরেখা স্থির করেছেন বলে জানা গিয়েছে। যেই রুটের মধ্যে জায়গা হয়েছে কলকাতা শহরের। এমনকি হাওড়া স্টেশনের ওপর দিয়েও বুলেট ট্রেন চলতে পারে বলে পরিকল্পনা করেছে ভারতীয় রেল।

এই ট্রেনের ডিজাইন পুরো বিদেশি ট্রেনের মত দেখতে হবে। গত সোমবার বুলেট ট্রেনের একটি ভিডিও শেয়ার করেছেন ভারতীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
এই ভিডিওতে কি দেখা যাচ্ছে?
এই ভিডিওতে দেখা যাচ্ছে, মেরুন-সাদা রংয়ের এই ট্রেনটি দেখতে অবিকল বিদেশি ট্রেনের মতই। প্রথমদিকে এই ট্রেনটি মুম্বাই ও আহমেদাবাদ রুটে চালু হচ্ছে। এই ট্রেনটির প্রাথমিক গতিবেগ থাকবে ঘন্টায় ৩২০ কিলোমিটার। অর্থাৎ মাত্র দু ঘন্টার মধ্যেই ৫০৮ কিলোমিটার পৌঁছে যাবে এই ট্রেন। এই ট্রেনের জন্য আলাদা করে করিডোর তৈরি করা হচ্ছে। ২৪টি নদী সেতু, ২৮ টি স্টিল ব্রিজ, এবং ৭ টি সুরঙ্গের মধ্যে দিয়ে যেতে পারবে।

আরও পড়ুন: পুরুষদের ৬০০০ টাকা, মহিলাদের ১২০০০ টাকা দেবে কেন্দ্রীয় সরকার! কারা পাবেন এই সুবিধা?

এই ভিডিও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তার নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন। এর সাথেই তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আমরা স্বপ্নকে বাস্তব পরিণত করি। মোদী ৩.০ জমানায় আসছে বুলেট ট্রেন।’ এই ট্রেন মার্বেল অফ ওয়ার্ল্ড ক্লাস ইঞ্জিনিয়ারিং এবং ভবিষ্যতে ভারতের অন্যতম দৃষ্টান্ত বলেও ভিডিওতে জানিয়েছেন রেলমন্ত্রী।

কোথায় কোথায় চলতে পারে?
প্রাথমিকভাবে মুম্বাই- আহমেদাবাদ বুলেট ট্রেন চালু হলেও পরবর্তীকালে আরো তিনটি গোল্ডেন রুটের রূপরেখা স্থির করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১,৪৭৪ কিলোমিটার দীর্ঘ দিল্লি ও কলকাতা, ১,৪০২ কিলোমিটার দীর্ঘ দিল্লি ও মুম্বাই, ১,৩১৭ কিলোমিটার দীর্ঘ মুম্বাই -চেন্নাই।

আরও পড়ুন: মাত্র ১০৮ টাকার রিচার্জে চলবে টানা ৬০ দিন, BSNL-র প্ল্যানে চমকে গেল Jio, Airtel!

এই গুরুত্বপূর্ণ রুটগুলো ছাড়াও আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ শহরে এই বুলেট ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে রেলমন্ত্রীর। এই রুটগুলি হতে পারে দিল্লী ও বারাণসী, দিল্লি ও আহমেদাবাদ, মুম্বাই ও নাগপুর, মুম্বাই ও হায়দরাবাদ, চেন্নাই-বেঙ্গালুরু-মহীশূর, দিল্লি-চন্ডিগড়-অমৃতসর, বারাণসী-হাওড়া।

Papiya Paul

X