Technology

Technology: জলের দামে পেয়ে যান ৫ জি ফোন! Poco-র এই ঝাক্কাস ফোন দেখলেই কিনবেন আপনিও 

নিউজ শর্ট ডেস্ক: কথায় আছে সস্তায় পুষ্টিকর! আর এখনকার দিনে বাজেট ফ্রেন্ডলি গেজেট বিশেষ করে মোবাইল কিনতে কে না চায়! এই মুহূর্তে স্মার্টফোনের বাজার কাঁপাচ্ছে এমনই একটি সাশ্রয়ী মূল্যের ফাইভ জি মোবাইল (5G Mobile) হল Poco M6 Pro 5G। যদিও এতদিন এই ফোন কেনার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল এর দাম।

কারণ এতদিন এই ফোনটি পাওয়া যেত দশ হাজার টাকারও বেশি দামে। তবে এবার গ্রাহকদের জন্য এসে গিয়েছে দারুন সুযোগ। দুর্দান্ত ফিচার্স সম্পন্ন এই ফোনই এবার পাওয়া যাচ্ছে ১০ হাজারেরও কম টাকায়। এত কম দামে এত ভালো ফিচারের  মোবাইল আজকের দিনে সত্যিই কল্পনা করা যায় না। তাই দাম কম বলে কেউ ভাববেন না ফোনটি একেবারে খেলো ফোন হবে। 

এই মোবাইলের বিশেষত্ব হলো এর দাম কম হওয়া সত্ত্বেও এই মোবাইলটি ফ্ল্যাগশিপ লেভেল ৪ এনএম প্রসেস চিপসেট সম্পন্ন  হয়ে থাকে। এছাড়াও এতে একটি প্রিমিয়াম ডিজাইনের গ্লাস-ও রয়েছে। জানলে অবাক হবেন এই মোবাইলে ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট সহ বড় ব্যাটারি রয়েছে। এছাড়া এই মোবাইলের র‍্যামের ক্ষমতা টার্বো র‍্যাম ফিচারের সাহায্যে ১২ জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে।

প্রযুক্তি,Technology,স্মার্টফোন,Smartphone,ফাইভ জি মোবাইল,5G Mobile,Poco M6 Pro 5G,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এই মোবাইলের ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টটিই  এখন অনলাইন শপিং প্লাটফর্ম অ্যামাজনে ১০ হাজার টাকারও কম দামে বিক্রি করা হচ্ছে। ৮ জিবি  (৪ জিবি ইনস্টল + ৪ জিবি ভার্চুয়াল) RAM এবং ১২৮ জিবি স্টোরেজ সহ পোকোর এই ৫ জি ফোনের দাম ডিসকাউন্ট দিয়ে  ১১,৯৯৯ টাকার পরিবর্তে ৯৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: রং লেগে গেছে টাকায়! কেউ নিচ্ছে না এই টাকা! জানুন RBI কি নির্দেশ দিয়েছে?

শুধু তাই নয় পুরোনো মোবাইলের সাথে এক্সচেঞ্জ করলে মোবাইলটি ৯,৪৫০ টাকায় পাওয়া যাবে। তবে এক্ষত্রে এক্সচেঞ্জ ডিসকাউন্টের মূল্য পুরনো ফোনের অবস্থার ওপর নির্ভর করছে। মোবাইলটি পাওয়ার ব্ল্যাক এবং ফরেস্ট গ্রীন এই দুই কালার অপশনে পাওয়া যাচ্ছে। 

প্রযুক্তি,Technology,স্মার্টফোন,Smartphone,ফাইভ জি মোবাইল,5G Mobile,Poco M6 Pro 5G,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

আসুন জানা যাক এই ফোনটিতে কি কি ফিচার রয়েছে?

পোকোর এই স্মার্টফোনটিতে 90Hz রিফ্রেশ রেট  এবং কর্নিং গরিলা গ্লাস ৩ সুরক্ষা সহ একটি বড় ৬.৬৭৯ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে রয়েছে। এই ফোনে একটি কোয়ালকম স্নাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর রয়েছে। এই মোবাইলটির র‍্যাম ১২ জিবি পর্যন্ত বাড়ানো যায় এ ছাড়া এই মোবাইলের ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যায়। মোবাইলটির পিছনের প্যানেলে  রয়েছে একটি ৫০ এমপির এ আই ডুয়েল ক্যামেরা এবং সামনে আছে একটি ৮ এমপির এ আই ক্যামেরা। মোবাইলটির ব্যাটারি ৫ হাজার maHক্ষমতা সম্পন্ন ১৮ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা দিয়ে থাকে। 

Avatar

anita

X