নিউজ শর্ট ডেস্ক: প্রায় প্রত্যেক মাসেই এলপিজি গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) নিয়ে নিত্যনতুন ঘোষনা করে সরকার। যা সম্পর্কে খোঁজ-খবর রাখা আমজনতার জন্য অত্যন্ত জরুরী। এরই মধ্যে এবার প্রকাশ্যে এলো এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে একটি বড়সড় আপডেট। যা থেকে জানা যাচ্ছে কেউ যদি এক মাসে দুটি সিলিন্ডার নিয়ে থাকেন তাহলে সেই মাসে তিনি আর তৃতীয় সিলিন্ডার পাবেন না।
অর্থাৎ কিন্তু সমস্যা হল এমনিতে প্রতি মাসে দুটো সিলিন্ডারের বেশি না লাগলেও বাড়ির কোনো উৎসব কিংবা অনুষ্ঠানের সময় অতিরিক্ত সিলিন্ডারের প্রয়োজন হয়ে থাকে। কিন্তু এই নতুন নিয়ম চালু হওয়ার ফলে ফলে ভোগান্তির শিকার হবেন সাধারণ মানুষ।কারণ নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে দরকার হলেও কেউ তৃতীয় সিলিন্ডার পাবেন না।
তবে এক্ষেত্রে অনেকেই প্রয়োজন হলে প্রতিবেশীর কাছ থেকে সাহায্য নিয়ে থাকেন। কিংবা অনেকে আবার ঝুঁকি নিয়েই বাজার থেকে বেআইনিভাবে সিলিন্ডার কিনে থাকেন। কিন্তু এটা তো কোনো কাজের কথা নয়, কিংবা কোনো সমাধান-ও নয়।
তাই ইতিমধ্যেই সরকারের এই নতুন সিদ্ধান্তে সাধারণ মানুষের মধ্যে বেশ চাপা অসন্তোষ তৈরি হয়েছে। প্রসঙ্গত মার্চ মাসেই তৃতীয় সিলিন্ডার বুক না করার মেসেজ দেওয়া হয়েছিল বহু গ্রাহককে। যা দেখে আগেই চিন্তার ভাঁজ ছিল আমজনতার কপালে।
আরও পড়ুন: অ্যাকাউন্টে সরাসরি লক্ষ্মীর ভাণ্ডারের ১০০০ টাকা! আপনি পেয়েছেন তো? চেক করুন এভাবে
প্রসঙ্গত উল্লেখ্য তেল কোম্পানিগুলি আগে থেকেই LPG সিলিন্ডারের নির্দিষ্ট কোটা বেঁধে দিয়ে জানিয়েছিল এক বছরে শুধুমাত্র ১২ টি ভর্তুকিহীন LPG সিলিন্ডার কেনা যাবে। ১২ মাসে ১২-টির বেশি সিলিন্ডারের প্রয়োজন হলে তেল সংস্থাগুলি অতিরিক্ত ৩ টি সিলিন্ডার দিতে পারে ঠিকই তবে,ওই সিলিন্ডারের জন্য গ্রাহকরা কোনো ভর্তুকি পাবেন না।
তেল কোম্পানিগুলির নিয়ম অনুযায়ী সারা বছর মোট ১৫ টি সিলিন্ডার পাওয়া যায়। জানা যাচ্ছে তেল কোম্পানিগুলি সিদ্ধান্ত নিয়েছে সারা বছরে ২১৩ কেজি লিক্যুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস পাওয়া যাবে। অন্যদিকে এই বিষয়ে ইন্ডিয়ান অয়েলের ডিস্ট্রিক্ট নোডাল অফিসার কুমার গৌরব জানিয়েছেন, ঘরোয়া গ্যাস সিলিন্ডারের বাণিজ্যিক ব্যবহার রোধ করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু যাদের বড় পরিবার তাদের বেশি গ্যাস খরচ হতে পারে। তবে সেক্ষেত্রে জানানো হয়েছে যদি কারও ঘরোয়া কাজেই বেশি গ্যাস খরচ হয় তাহলে অন্য কানেকশন নিতে হবে।