ই-স্কুটার,E-Scooter,মোটোভোল্ট,Motovolt,এম৭ ই-স্কুটার,M7 E-Scooter,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

E-Scooter: মাত্র ৯৯৯ টাকায় ই-স্কুটার! এই বাইকের রঙ-ফিচার্স দেখলেই কিনে ফেলবেন আপনিও

নিউজ শর্ট ডেস্ক: এবার মোটোভোল্ট (Motovolt) মোবিলিটি প্রাইভেট বাজারে আনল এক ঝাক্কাস লুকের এম৭ ই-স্কুটার (M7 E-Scooter)। ই-বাইকের দুনিয়ায় এই মুহূর্তে রাজ করছে মোটোভোল্ট এম ৭ ইলেকট্রিক স্কুটার।

মালপত্র বোঝাই করার সুবিধার জন্যই এই  স্কুটারের পিছনে রয়েছে পার্পাজ়-বিল্ট স্টোরেজ, যা বেশ শক্তপোক্ত। এই Motovolt M7 ইলেকট্রিক স্কুটারে ডিটাচেবল পিলিয়ন সিট রয়েছে। মোট ১৮০ কেজি পর্যন্ত ভার বইতে পারবে এই স্কুটার। এই স্কুটারের বসার সিট-ও বেশ আরামদায়ক।

অত্যাধুনিক প্রযুক্তির এই ই-স্কুটারে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেটি মূলত 3kWh ইউনিট, এলএফপি সেল প্রযুক্তি সম্পন্ন। ভারতীয় ই-স্কুটারের বাজারে এই সংস্থায় প্রথম আনলিমিটেড ব্যাটারি লাইফের অফার দিতে চলেছে।

ই-স্কুটার,E-Scooter,মোটোভোল্ট,Motovolt,এম৭ ই-স্কুটার,M7 E-Scooter,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

এম ৭-এর ই-স্কুটারে যে ব্যাটারি দেওয়া হয়েছে, তা AIS 156 ফেজ় 2 কমপ্লায়েন্ট। এই বাইক প্রস্তুতকারক সংস্থার তরফে দাবি করা হয়েছে এই ই-স্কুটারের ব্যাটারি নাকি ফায়ার প্রুফ। অর্থাৎ আগুন লাগলেও নাকি কিছু হবে না।

সেদিক দিয়ে দেখতে গেলে এই ইলেকট্রিক স্কুটারটির সেফটি কোশন্ট অনেক উন্নত। পাশাপাশি এই ই-স্কুটারে ব্যবহৃত ব্যাটারিগুলি সোয়্যাপেবল এবং এতে সহজে বহনযোগ্য একজোড়া রিমুভেবল ব্যাটারি-ও রয়েছে। যাদের প্রত্যেকের ওজন ১০ কেজি।

আরও পড়ুন: কলকাতায় গঙ্গার নিচ দিয়ে চলবে মেট্রো! জানুন কোন স্টেশনের ভাড়া কত?

কোম্পানির দাবি এই ব্যাটারি যেকোনও জায়গায় চার্জ দেওয়া যাবে। এই ই-স্কুটারটি IDC মোডে ১৬৬ কিমি ছুটতে পারে। ব্যাটারি বদল প্রযুক্তিতে মোটোভোল্টের সঙ্গে বিদেশি কোম্পানির যোগ রয়েছে। এই এম ৭ ই স্কুটারের দাম ১,২২,০০০ টাকা। তবে শুরুতে মাত্র ৯৯৯ টাকা দিয়েই বুকিং করা যাবে।

ই-স্কুটার,E-Scooter,মোটোভোল্ট,Motovolt,এম৭ ই-স্কুটার,M7 E-Scooter,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

লাইটনিং গ্রে, গ্যালাক্সি রেড, ব্লু জে, ডোভ হোয়াইট, ক্যানারি ইয়েলো, এবং পুমা ব্ল্যাক এই ৬টি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে এই ই স্কুটার। জানা যাচ্ছে আপাতত বাংলা আর ওড়িশাতেই আসছে এই ই-স্কুটার। পরে অন্য় শহরেও পাওয়া যাবে। www.motovolt.co-এর মাধ্যমে এই স্কুটার বুকিং করা যাবে।

Avatar

anita

X