Business Ideas

anita

Business Idea: কম টাকা বিনিয়োগ বেশি মুনাফা লাভ করতে চান? শুরু করুন এই ব্যবসা

নিউজ শর্ট ডেস্ক: এখনকার দিনে চাকরি ছেড়ে কমবেশি সকলেই ঝুঁকছেন নিজের ছোটখাটো ব্যবসা (Business) শুরুর দিকে। এখনকার দিনে এমনই একটি জনপ্রিয় লাভজনক ব্যবসা হয়ে উঠেছে মান্ডালা আর্ট (Mandala Art)। কম বিনিয়োগে বেশি মুনাফা লাভের জন্য অত্যন্ত জনপ্রিয় এমনই একটি ছোট ব্যবসা এটি। মান্ডালা আর্ট এখন সারা বিশ্বে ব্যাপকভাবে জনপ্রিয়।

   

বিগত কয়েক বছরে আমাদের দেশে ছোট বড় বিভিন্ন প্রজন্মের মানুষের মধ্যে বেড়ে চলেছে মানসিক চাপ। এই পরিস্থিতি থেকে নিস্তার পেতেই  অত্যন্ত কার্যকরী একটি শিল্প হল মান্ডালা আর্ট। যা দিনে দিনে প্রশস্ত করছে উপার্জনের পথ। সংস্কৃত শব্দ মান্ডালার অর্থ বৃত্ত। তবে শুধু বৃত্ত দিয়েই মান্ডালা আর্ট হয় না। বৃত্তের পরতে পরতে বোনা হয় জ্যামিতিক নকশার জটিল বুনন।

হাজার হাজার বছরের পুরনো এই শিল্প ভারতে উদ্ভূত হলেও ভগবান বুদ্ধের বৌদ্ধ অনুসারীরা এটি সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিল। বিভিন্ন ধর্মীয় সংস্কৃতির শান্তিচর্চা প্রকাশের একটা মাধ্যম এই মান্ডালা আর্ট। সাধারণত তান্ত্রিক বৌদ্ধরা ধ্যানের মনোসংযোগের  জন্য ব্যবহার করতেন। যা এখনও প্রচলিত। যুগের পর যুগ ধরে এই চর্চা ছড়িয়ে পড়েছে ভারত, চিন, জাপান, তিব্বত থেকে পশ্চিমের দেশগুলোতে।

মান্ডালা আর্ট,Mandala Art,ব্যবসা,Business,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

মান্ডালা আর্টের সুবিধা কি?

মানসিক চাপ কমায়, সৃজনশীলতা বৃদ্ধি পায়, মনো সংযোগ করতে সাহায্য করে,আত্মবিশ্বাস বাড়ে, আধ্যাত্মিক বিকাশ ঘটে।

ব্যবসার কথা বলতে গেলে কেউ ছোট দোকানে মান্ডালা আর্টের পণ্য বিক্রি করতে পারেন। কিন্তু তা যথেষ্ট হবে না। তার জন্য শহরের হাই প্রোফাইল সোসাইটি, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী, মেলায় মন্ডলা শিল্প প্রদর্শনী করা যেতে পারে। এই ব্যবসা শুধুমাত্র শিল্পীর সৃষ্টিশীলতার জন্য বৃদ্ধি পাবে।

আরও পড়ুন:  ১০০ টাকা ইনভেস্টেও মিলবে মোটা টাকা সুদ, ১০ বছরে কিভাবে হবেন কোটিপতি? 

মান্ডালা আর্ট,Mandala Art,ব্যবসা,Business,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

কারা পারবেন এই ব্যবসা করতে?

অল্পবয়সী ছেলে মেয়েরা খুব ভালোভাবে এই ব্যবসা করতে পারবেন। কারও যদি মান্ডালা আর্ট সম্পর্কিত যে কোনও কোর্স করে থাকে তাহলে সাফল্যের সম্ভাবনা আরও বেড়ে যায়। একটি ৩ মাসের কোর্স করা থাকলে সেই সার্টিফিকেট ব্যবসার সম্প্রসারণে সাহায্য করবে। এছাড়াও এই ব্যবসায় যোগ দিতে পারেন গৃহবধূ থেকে শুরু করে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাও।

লাভজনক ব্যবসায়িক ধারণা

এই ব্যবসায় ২০ থেকে ৩৫ শতাংশ লাভের সুবিধা রয়েছে। কিছু কিছু পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত নিট লাভ পাওয়া যায়।