Business Idea

anita

Business Idea: পুঁজির কথা ভাবতে হবে না, এই ব্যবসাতে এত টাকা কামাবেন যে গুণে শেষ হবে না

নিউজ শর্ট ডেস্ক: ব্যবসা (Business) করার আগে পুঁজির কথা ভেবেই  পিছিয়ে আসেন অনেকে। কিন্তু এখনকার দিনে এমন অনেক ব্যবসায়ী রয়েছেন যা বিনা পুঁজিতে শুরু করেই মোটা টাকা উপার্জন করা যেতে পারে। এক্ষেত্রে না দরকার হবে কোন মেশিন, দোকান কিংবা দোকানে রাখার জিনিসপত্র। তা সত্ত্বেও এই ব্যবসা থেকে কোনো পুঁজি ছাড়াই বিপুল আয় করা যেতে পারে।

   

প্রসঙ্গত এখনকার এই ডিজিটাল দুনিয়ায় (Digital World) অনলাইনে ব্যবসা (Online Business) করছেন অনেকে। যার মধ্যে অন্যতম হলো অনলাইন শপ। এই  ডিজিটাল দুনিয়াতে কেউ যদি নিজস্ব একটি সিস্টেম তৈরি করতে পারেন, তাহলে তা থেকেই প্রচুর পরিমাণে অর্থ উপার্জন (Money Earning) করা যেতে পারে।

প্রসঙ্গত ভারতবর্ষ ছাড়াও সারা বিশ্বে এমন কোটি কোটি মানুষ আছেন যাদের ওয়ালপেপার কিংবা ফ্রেমের জন্য ইন্টারনেট থেকে ছবির প্রয়োজন হয়ে থাকে।  এই ধরনের প্রকাশক এবং সংস্থাগুলিকে মাসিক এবং বার্ষিক সাংস্ক্রিপশনের ভিত্তিতে নতুন নতুন ছবি দিয়ে থাকে একাধিক অনলাইন ওয়েব সাইট( Online Website)

ব্যবসায়িক বুদ্ধি,Business Idea,অনলাইন ফটো গ্যালারি,Online Photo Gallery,অনলাইন শপ,Online Shop,ওয়েবসাইট,Website,বিনামূল্যে,Free,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তবে এই প্রতিযোগিতার মধ্যে না নেমেও যদি কেউ নিজস্ব একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন যেখান থেকে লোকেরা ফটোগ্রাফ ডাউনলোড করতে পারবেনা তবে কোন টাকা পয়সা ছাড়া অর্থাৎ এখানে কথা হচ্ছে বিনামূল্যের ওয়েবসাইট সম্পর্কে। যা থেকে বিশ্বের যে  কোন প্রান্তে থেকে যে কেউ ছবি ডাউনলোড করতে পারবেন।

আরও পড়ুন: বাসে-ট্রেনে সবুজ মটর খাচ্ছেন? এগুলি আসলে কি? জানলে আঁতকে উঠবেন

কিন্তু এখন প্রশ্ন হলো কিভাবে এই ফ্রী ওয়েবসাইট তৈরি করতে হবে? এই ছবি তৈরির ওয়েবসাইটের জন্য পরিষেবা হল গুগলে সব থেকে বেশি ব্যবহৃত একটি পরিষে পরিষেবা হল ব্লগার। এখানে বিনামূল্যে ওয়েবসাইট তৈরি করা যাবে। এছাড়াও, WIX এর মত কয়েক ডজন CMS রয়েছে,সেখানেও  বিনামূল্যে ওয়েবসাইট তৈরি করা যায়। 

ব্যবসায়িক বুদ্ধি,Business Idea,অনলাইন ফটো গ্যালারি,Online Photo Gallery,অনলাইন শপ,Online Shop,ওয়েবসাইট,Website,বিনামূল্যে,Free,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তবে এক্ষেত্রে ছবির ধরনের ওপর নির্ভর করেই থিম নির্বাচন করতে হবে। সেইসাথে জোর দিতে প্রতিটি ছবির শিরোনাম এবং বর্ণনার উপর। শিক্ষার্থী থেকে শুরু করে গৃহবধূ কিংবা অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য এই ব্যবসা একেবারে আদর্শ। এই ব্যবসায় সাবস্ক্রিপশন মডেলে কাজ না করেও উপার্জন করা যেতে পারে।

এক্ষেত্রে ডোনেশন মডেলে কাজ করা যেতে পারে। তবে এক্ষেত্রে প্রতিটি ছবির সাথে একটি অ্যাপিল প্রকাশ করা হবে। সেখানে  লেখা থাকবে যিনি ছবি ডাউনলোড করছেন, অনুগ্রহ করে তিনি যেন কিছু পরিমাণ ডোনেশন দেন।  যার  মধ্যে ৮০% হবে ফটোগ্রাফারের আর  ২০% ওয়েবসাইটের মালিকের। এছাড়া এই ব্যবসায় আয়ের অন্যতম মূল উৎস হল বিজ্ঞাপন।