Investment Plan

Papiya Paul

Investment Plan: ২৫০ টাকা করে জমিয়ে রিটার্ন মিলবে ২৫ লাখ টাকা! ‘মালামাল’ হওয়ার সুযোগ ছাড়লে পস্তাবেন

নিউজশর্ট ডেস্কঃ ভবিষ্যৎ সুরক্ষিত রাখার জন্য প্রত্যেকটি মানুষের আগে থেকেই অর্থ সঞ্চয় করা প্রয়োজন। আর অর্থ সঞ্চয় করতে চাইলে সঠিক জায়গায় বিনিয়োগ(Investment Plan) করা একান্ত দরকার। তবে বিনিয়োগের ক্ষেত্রে অনেকেই নিরাপদ এবং সুরক্ষিত জায়গার কথা মাথায় রাখেন। সেক্ষেত্রে ব্যাংক এবং পোস্ট অফিসের ওপর ভরসা করেন অনেকে।

   

আবার বহু মানুষ আছে যারা মোটা টাকা রিটার্নের জন্য মিউচুয়াল ফান্ড এবং এসআইপিতে অর্থ বিনিয়োগ করেন। এখানে ঝুঁকির প্রসঙ্গ থাকলেও মোটা টাকা রিটার্ন পাওয়া যায়। তবে পোস্ট অফিসের এমন কিছু স্কিম আছে, যেখানে টাকা জমা রাখলে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের মধ্যে অন্যতম জনপ্রিয় স্কিম পাবলিক প্রভিডেন্ট ফান্ড। যেখানে দীর্ঘমেয়াদি বিনিয়োগে সুদের হার ৭.১ শতাংশ। এখানে খুব কম টাকা বিনিয়োগ করা যায়। মাত্র ৫০০ টাকা থেকে এখানে বিনিয়োগ শুরু করা যায়। সর্বাধিক দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়।

Investment

আরও পড়ুন: Children’s Investment Plan: সন্তানের ভবিষ্যত নিয়ে চিন্তা ছাড়ুন, এই পলিসিতে টাকা রাখলে প্রচুর বেনিফিট আপনার

ধরুন, প্রত্যেকদিন যদি এখানে কোন ব্যক্তি ২৫০ টাকা করে জমান, তাহলে এক মাসে তার বিনিয়োগ হচ্ছে ৭৫০০ টাকা। অর্থাৎ প্রত্যেক বছর পোস্ট অফিসের এই স্কিমে তিনি জমা রাখছেন ৯০ হাজার টাকা। এভাবে যদি ১৫ বছর এই স্কিমে টাকা জমাতে পারেন এবং ৭.১ শতাংশ সুদের হার থাকে। তাহলে ১৩ লক্ষ ৫০ হাজার টাকা জমা রাখা যাবে। আর ১৫ বছর বাদে রিটার্ন হিসেবে তিনি পাবেন ২৪ লক্ষ ৪০ হাজার টাকার বেশি।