নিউজ শর্ট ডেস্ক: পড়াশোনা চাকরি-বাকরি কিংবা নিতান্ত ভ্রমণের জন্য বিদেশে যেতে গেলে সবার প্রথম প্রথমেই যে জিনিসটি প্রয়োজন হয়, তা হল পাসপোর্ট (Passport)। দেশের বাইরে যে কোনো জায়গায় আন্তর্জাতিক ভ্রমণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় নথি এটি। এই পাসপোর্টেই লেখা থাকে ভ্রমণকারী ব্যক্তির নাম, জন্মের তারিখ, বয়স, ছবি,স্বাক্ষর সহ অন্যান্য একাধিক গুরুত্বপূর্ণ তথ্য।
পাসপোর্ট ছাড়া বিদেশ ভ্রমণের অনুমতি পান না কেউই। তবে অনেক সময় খুবই জরুরী প্রয়োজনে হঠাৎ করেই বিদেশ ভ্রমণের প্রয়োজন হয়ে থাকে। সে ক্ষেত্রে তড়িঘড়ি পাসপোর্ট তৈরি করতে গিয়ে বেশ সমস্যায় পড়েন অনেকে। তবে সেই সমস্যারও সমাধানের জন্য রয়েছে এক বিশেষ উপায়।
আর এই বিশেষ পদ্ধতিতে আবেদন করলে এক মাস নয় মাত্র ৫ দিনের মধ্যেই মিলবে পাসপোর্ট। আসুন সেই পদ্ধতি সম্পর্কে জানা যাক বিস্তারিত। সাধারণত পাসপোর্ট তৈরি হয় দুটি পদ্ধতিতে। প্রথমত সাধারণ পাসপোর্ট তৈরির পদ্ধতি। আর দ্বিতীয়টি হল তৎকাল পাসপোর্ট তৈরির পদ্ধতি।
জানা যায় সাধারণ পদ্ধতিতে পাসপোর্ট তৈরি করতে গেলে প্রায় এক মাসের বেশি সময় পার হয়ে যেতে পারে। তবে তৎকাল পদ্ধতিতে পাসপোর্ট তৈরি করতে পারলে মাত্র পাঁচ দিনের মধ্যেই হাতে চলে আসে পাসপোর্ট। তবে এক্ষেত্রে পাসপোর্ট দ্রুত হাতে চলে আসলেও থাকে খরচের হেরফের।
আরও পড়ুন: শুধু FD নয়, RBI-র এই স্পেশ্যাল স্কিমে রাখুন টাকা, রিটার্ন দেখলে চক্ষু চড়কগাছ হবে আপনার
সূত্রের খবর সাধারণ পাসপোর্ট তৈরি করতে গেলে খরচ হয় দেড় হাজার টাকা। কিন্তু তৎকাল পাসপোর্ট তৈরি করতে খরচ হয় সাড়ে তিন হাজার টাকা। তবে এই পাসপোর্টের জন্য আবেদন করতে হবে পাসপোর্ট সেবার ওয়েবসাইটে।তবে এই পদ্ধতিতে আবেদন করতে গেলে বেশ কিছু বাধ্যবাধকতা রয়েছে।জানা যাচ্ছে পুলিশি ভেরিফিকেশন না হলে তবেই এই পাসপোর্ট তৈরির কাজ দ্রুত সম্পন্ন হয়। আসলে এই পাসপোর্ট তৈরির সময়সীমা নির্ভর করে কনসুলেট কর্তৃক প্রাপ্ত আবেদনের উপর। কিন্তু পুলিশি ভেরিফিকেশন হলেই ৫ দিনের বদলে, সময় লেগে যাবে প্রায় এক মাস।
কারা আবেদন করতে পারবেন না?
যে কেউ চাইলেই কিন্তু এই তৎকাল পাসপোর্ট পাবেন না। যেমন পিতৃ-মাতৃহীন নাবালক, দত্তক শিশু, সারোগেসি মাধ্যমে জন্ম নেওয়া শিশু এই ধরনের ব্যক্তিরা তৎকাল পাসপোর্টে আবেদন করলে পাসপোর্ট পাবে না। এছাড়াও যদি কেউ পাসপোর্ট হারিয়ে ফেলেন কিংবা চুরি হয়ে যায় সেক্ষেত্রেও তৎকাল পাসপোর্ট পাওয়া যায় না।