Solar

Solar Generator: কারেন্ট গেলেও অন থাকবে আলো আর পাখা! এই মেশিনের দাম শুনলে কিনবেন আপনিও

নিউজ শর্ট ডেস্ক: মাঘ মাসের সাথেই বিদায় নিয়েছে শীত। সোয়েটার কম্বলও ঢুকে পড়েছে আলমারিতে। সামনেই আসছে গরমকাল। আর গরমকাল মানেই বাড়তে থাকে লোডশেডিং। গরমকালে যখন তখন কারেন্ট অফ (Current Off) হওয়া মানেই  প্রচন্ড গরমে হাঁসফাঁস অবস্থা হয় সকলেরই।

বিশেষ করে বাড়িতে বয়স্ক আর বাচ্চা থাকলে তাদের সমস্যা আরও বেশি হয়। তবে এবার গরম কালে ঘন ঘন লোডশেডিং-এর হাত থেকে নিস্তার দিতে চলেছে সোলার জেনারেটর। ইদানিং আমাদের প্রায় সারা দেশেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সমস্যা বেড়েই চলেছে।

এই পরিস্থিতিতে লোডশেডিং-এর হাত থেকে সাময়িক নিস্তার পাওয়ার জন্য অনেকেই বাড়িতে ইনভার্টার কিংবা জেনারেটরের মতো পরিষেবা নিয়ে থাকেন। এর ফলে সময় অসময়ে কারেন্ট চলে গেলেও কোনো জরুরী কাজের  ক্ষতি হয় না।  তাই লোডশেডিং-এর হাত থেকে নিস্তার পাওয়ার জন্য এবার বাজারে এসেছে একটি শক্তিশালী ডিভাইস।

কারেন্ট অফ,Current Off,সার্ভাদ পোর্টবেল সোলার পাওয়ার জেনারেটর,SARRVAD Portable Solar Power Generator,সোলার জেনারেটর,Solar Generator,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

আসলে এই পণ্যটি হলো একটি শক্তিশালী সোলার জেনারেটার সার্ভাদ পোর্টবেল সোলার পাওয়ার জেনারেটর (SARRVAD Portable Solar Power Generator)। এস ওয়ান ফিফটি এই জেনারেটরগুলি আকারেও খুবই ছোট হয়। যার ফলে এটি যে কোন জায়গায় রাখা যায়।

আরও পড়ুন: এবার জলের তলায় মেট্রোতে ঝড়ের গতিতে চলবে ইন্টারনেট, কথা বলা যাবে ফোনেও!

এদিক দিয়ে দেখতে গেলে এটি ওজনেও অনেক হালকা হয় এবং সেইসাথে খুবই শক্তিশালী একটি পণ্য টিভি ল্যাপটপের মতো কোনো বিভিন্ন ধরনের ছোট এই হতে চালানোর জন্য এটি সে দিক দিয়ে দেখতে গেলে এটি শুধু ওজনেই হালকা নয় পণ্য হিসেবে খুবই শক্তিশালী।

এর বিশেষত্ব কি?

জানা যাচ্ছে এই শক্তিশালী সোলার জেনারেটারে ব্যাটারি হিসেবে একটি ৪২ হাজার এমএইচ ব্যাটারি পাওয়া যাবে। যার ক্ষমতা ১৫৫ Wh। এই ডিভাইসটি খুবই কম্প্যাক্টর, এর ওজন মাত্র ১.৮ কেজি। তাই এই ডিভাইসটি খুব সহজেই যে কোন জায়গায়  বহন করা যেতে পারে। সৌর প্যানেলের সাথে সূর্যের আলোতে এটি চার্জ করা যেতে পারে। এই সোলার জেনারেটারের সাহায্যে যে কেউ নিজের iphone ৮ কম করে ৮ বার পর্যন্ত  চার্জ দিতে পারবেন।

কারেন্ট অফ,Current Off,সার্ভাদ পোর্টবেল সোলার পাওয়ার জেনারেটর,SARRVAD Portable Solar Power Generator,সোলার জেনারেটর,Solar Generator,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

সোলার পাওয়ার জেনারেটরের  দাম মাত্র উনিশ হাজার টাকা। এত সস্তায় এই সোলার ডিভাইসটি যে কেউ নিজের বাড়িতে লাগাতে পারেন। এই ডিভাইসটি এতটাই ছোট হয় যে খুব সহজে কোন ছোট ব্যাগের মধ্যে ধরে যাবে এবং এর সাহায্যে যে কেউ নিজের ল্যাপটপ,পাওয়ার ব্যাংক কিংবা মোবাইল চার্জে দিতে পারবেন।

আরও পড়ুন: এখনও আপডেট করেননি আধার কার্ড! আপডেট না করলে কি বাতিল হবে কার্ড?

এছাড়াও যদি কেউ চান তাহলে এটি যে কোন জরুরী পরিস্থিতিতে  ব্যবহার করা যেতে পারে। এছাড়া এই জেনারেটরের দামও খুব একটা বেশি হয় না। তাই সোলার পাওয়ারফুল জেনারেটর খুবই কাজের একটি জিনিস। এছড়াও এটি কোন পার্টির সময় কিংবা অনুষ্ঠানের সময় গান চালানোর কাজেও ব্যবহার করা যেতে পারে।

Avatar

anita

X