Investment

Investment: চাকরির টেনশন শেষ, এখন প্রতি মাসে ঘরে বসে রোজগার প্রায় ১০ হাজার টাকা!

নিউজ শর্ট ডেস্ক: নিরাপত্তার কথা ভেবে টাকা জমানোর জন্য অধিকাংশ মানুষই চোখ বন্ধ করে ভরসা করে থাকেন পোস্ট অফিসের (Post Office) মতো সরকারি প্রতিষ্ঠানের ওপর। আসলে পোস্ট অফিসের বিভিন্ন সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ এবং ঝুঁকিহীন হয়ে থাকে। এমনকি এক্ষেত্রে রিটার্ন-ও পাওয়া যায় সঠিক সময়ে। সেই বিশ্বাস থেকেই বহু মানুষ পোস্ট অফিসে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন।

তাই বহু মানুষের আর্থিক সমস্যা দূর করতেই এবার দারুন লাভজনক একটি স্কিম শুরু হয়েছে পোস্ট অফিসে। এই মাসিক ইনকাম স্কিমে (Monthly Income Scheme) কেউ যদি টাকা বিনিয়োগ করতে শুরু করেন তাহলে পোস্ট অফিসের তরফ থেকে প্রত্যেক মাসে পাওয়া যাবে ৯২৫০ টাকা করে দেওয়া হবে।তাই কেউ যদি  ঘরে বসেই পোস্ট অফিস থেকে প্রতি মাসে এই পরিমাণ  টাকা পান তাহলে তা কিন্তু নিঃসন্দেহে যে কোনো চাকরির থেকেও অনেক বেশি লাভজনক।

ভবিষ্যতে টাকা পয়সায় চিন্তা দূর করতেই  ভাল সুবিধা পেতে পারে। পোস্ট অফিস সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ এবং রিটার্ন সবসময় সময়মতো পাওয়া যায়।আসুন বিশদে জানা যাক পোস্ট অফিসের এই স্কিমে সুদ সমেত কত টাকা পাওয়া যাবে? কিংবা কত টাকাই বা বিনিয়োগ করতে হবে?

পোস্ট অফিস,Post Office,মাসিক ইনকাম স্কিম,Monthly Income Scheme,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

পোস্ট অফিসের কোন স্কিমে প্রতি মাসে টাকা পাওয়া যাবে?

বর্তমানে আমাদের দেশের  লক্ষ লক্ষ মানুষ পোস্ট অফিস স্কিমে বিনিয়োগ করছেন। আজ আপনাদের জানাবো এমনই  একটি প্রকল্প সম্পর্কে যা পোস্ট অফিস দ্বারা পরিচালিত। এই স্কিমের  নাম ‘পোস্ট অফিস মাসিক আয় স্কিম’। সরকারি এই স্কিমে বিনিয়োগ করেই প্রতি মাসে নিশ্চিত ইনকাম হবে। পোস্ট অফিসে বিনিয়োগকৃত অর্থ সম্পূর্ণ নিরাপদ থাকে এবং তার জন্য প্রতি মাসে নিশ্চিত রিটার্ন পাওয়া যায়।

আরও পড়ুন: টাকার লোভে পুরানো নোট বিক্রি করছেন! RBI-র এই নিয়ম না মানলে পড়বেন ফ্যাসাদে 

এই স্কিমটি তাদের জন্য দারুন উপকারী যারা প্রতি মাসে তাদের টাকা বিনিয়োগ করে ঘরে বসেই একটি নির্দিষ্ট পরিমাণ টাকা আয় করতে চান। এই স্কিমে বিনিয়োগ সম্পূর্ণ ঝুঁকিহীন। যে কোনো ভারতীয়  নাগরিক এই স্কিমে বিনিয়োগ করতে পারেন।

পোস্ট অফিস,Post Office,মাসিক ইনকাম স্কিম,Monthly Income Scheme,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

কত টাকা বিনিয়োগ করতে হবে?

এই স্কিমে বিনিয়োগের সর্বোচ্চ সীমা হল ৯ লক্ষ টাকা। নিজের নামে একটি অ্যাকাউন্ট খুলে এককভাবে ৯ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে৷ তবে যদি কারও  যৌথ অ্যাকাউন্ট থাকে তাহলে এই স্কিমে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের  সুবিধা পাওয়া যাবে।

আরও পড়ুন: দেশের মহিলাদের জন্য মোদীর উদ্যোগ, এবার মেয়েদের ‘লাখপতি’ বানাবে সরকার!

কত টাকা সুদ পাওয়া যাবে? 

পোস্ট অফিস মাসিক ইনকাম স্কিমে বিনিয়োগ করে মোটা টাকার সুদ পাওয়া যায়। এই স্কিমে বিনিয়োগ করার পরে, পোস্ট অফিস আপনাকে ৭.৪ শতাংশ হারে সুদ পাওয়া যায়। এই সুদের হারের হিসাবে প্রতি মাসে রিটার্ন হিসাবে ভালো টাকা পাওয়া যায়। এই স্কিমে, ৫ বছরের জন্য টাকা বিনিয়োগ করতে হবে।  আর  এই ৫ বছরে, পোস্ট অফিস থেকে প্রতি মাসে ৯২৫০ টাকা করে আয় হয়। তবে এখানে বলে রাখি তার জন্য মোট ১৫ লক্ষ টাকার বিনিয়োগে করতে হবে। তবে কারও যদি সিঙ্গেল অ্যাকাউন্ট থাকে তবে পোস্ট অফিস থেকে তিনি প্রতি মাসে কম টাকা পাবেন।

Post Office

৫ বছরের আগে টাকা তুলে নিলে কী হবে?

কেউ যদি এই মাসিক ইনকাম স্কিমে টাকা বিনিয়োগ করে থাকেন এবং ১ বছর পর সেই টাকা তুলতে চান, তাহলে সেই টাকা ফেরত দেওয়া হয় ঠিকই কিন্তু এক্ষেত্রে একটি শর্ত আছে। ১ থেকে ৩  বছরের মধ্যে টাকা তুলতে চাইলে পোস্ট অফিসের তরফ থেকে বিনিয়োগের পরিমাণ থেকে ২% টাকা কেটে নিয়ে অবশিষ্ট টাকা ফেরত দেওয়া হয়। কেউ যদি ৩ থেকে ৫ বছরের মেয়াদপূর্তির আগে টাকা তুলতে চান, তাহলে বিনিয়োগের পরিমাণ থেকে ১ % টাকা কেটে নেওয়ার পরে অবশিষ্ট টাকা ফেরত দেওয়া হয়।

Avatar

anita

X