নিউজ শর্ট ডেস্ক: খুব অল্প পরিমাণ টাকা জমিয়েই মেয়াদ শেষে ভালো টাকা রিটার্ন পাওয়ার একমাত্র বিশ্বস্ত সরকারি একটি প্রতিষ্ঠান হল পোস্ট অফিস। পোস্ট অফিসের (Post Office) এমনই একটি স্কিম হল রেকারিং ডিপোজিট (Recuring Seposit)। এই স্কিমে প্রতি মাসে মাত্র ১৫০ টাকা জমিয়েও মেয়াদ শেষে মোট ৩ লক্ষ টাকা পাওয়া যেতে পারে।
পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম
অল্প টাকা জমিয়ে মোটা টাকা রিটার্ন পাওয়ার জন্য এই মুহূর্তে পোস্ট অফিসে একাধিক স্কিম চালু রয়েছে। যার মধ্যে অন্যতম হল রেকারিং ডিপোজিট অর্থাৎ আরডি। বর্তমানে এই স্কিমে ৬.৫০ শতাংশ হারে সুদ দিচ্ছে পোস্ট অফিস। এই স্কিমে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করতে হয়। যা ম্যাচিউরিটির পর সুদ সমেত তোলা যায়।
পোস্ট অফিসের এই রেকারিং ডিপোজিটের সর্বনিম্ন মেয়াদ ৫ বছর। এই স্কিমে প্রতিমাসে সর্বনিম্ন ১০০ টাকা করে বিনিয়োগ করা যায়, তবে এর কোনো ঊর্ধ্ব সীমা নেই। তবে খেয়াল রাখতে হবে প্রত্যেক মাসের জমাকৃত অর্থের পরিমাণ যেন ১০ এর গুণিতক হয়।
পোস্ট অফিসের আরডি’তে টাকা জমালে রোজ অল্প অল্প করে টাকা জমিয়েই মোটা টাকা সঞ্চয় করা যায়। যা দিয়ে কেউ চাইলে ভবিষ্যতে কোনো ব্যাবসাও শুরু করতে পারেন। হিসাব অনুযায়ী প্রতিদিন ১৫০ টাকা করে জমাতে পারলেও প্রতিমাসে ৪,৫০০ টাকা সঞ্চয় করা হবে।
আরও পড়ুন: আম্বানির জিও’কে টেক্কা দিতে বাজারে এল এয়ারটেলের ৫’জি ফোন! তাও আবার এত কম দামে
তাই এইভাবে প্রতিমাসে যদি পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে ৪,৫০০ টাকা করে জমানো যায় তাহলে ৫ বছর পর মোট জমা করা টাকার পরিমাণ হবে ২,৭০,০০০ টাকা। এই টাকার ওপর ৬.৫০ শতাংশ সুদের হার যোগ হলে মোট সুদের টাকার পরিমাণ হবে ৪৯,৪৬৪ টাকা। অর্থাৎ ৫ বছর পর মেয়াদপূর্তির পর হাতে আসবে মোট ৩,১৯,৪৬৪ টাকা। এইভাবেই রোজ ১৫০ টাকা করে জমিয়েও ৩ লাখ টাকার বেশি অর্থ পাওয়া যেতে পারে।
অ্যাকাউন্ট কিভাবে খুলতে হবে?
অনলাইন-অফলাইন দুই ভাবেই পোস্ট অফিসে RD অ্যাকাউন্ট খোলা যায়
অফলাইনে রেকারিং ডিপোজিট করার জন্য প্রথমেই বাড়ির কাছের পোস্ট অফিসে যেতে হবে।
এরপর RD স্কিম সম্পর্কিত সমস্ত তথ্য জেনে নিয়ে ফর্ম ফিলআপ করে, সঙ্গে পে-ইন-স্লিপ সহ প্রাথমিক বিনিয়োগ জমা করতে হবে।
টাকা ক্যাশ কিংবা চেকের মাধ্যমে জমা করা যেতে পারে।
তবে অনলাইনে আবেদন করতে হলে প্রথমে IPPB অ্যাপ ডাউনলোড করতে হবে,
এরপর প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে মোবাইল নম্বরে OTP যাচাই করতে হবে,
তারপর আধার কার্ড নম্বর দিয়ে OTP যাচাই করুন,
এরপর ব্যাক্তিগত তথ্য, ঠিকানা, হিসেবের তথ্য সহ নমিনির তথ্য দিতে হবে,
সবশেষে আবেদন সাবমিট করা হলে একটি অ্যাকাউন্ট নম্বর এবং একটি আইডি পাওয়া যাবে,
এরপর আইডি আর জন্ম তারিখ দিয়ে অ্যাপে পিন সেট করে নিতে হবে,
এরপর লগইন করে মেনু থেকে ‘Send Money’ অপশনে ক্লিক করতে হবে,
সবশেষে ‘DOP Products’-এ ক্লিক করে RD-তে টাকা জমা করতে হবে।