Post Office

anita

Post Office: প্রতি মাসে আয় হবে ২০ হাজার টাকার বেশি! পোস্ট অফিসের এই স্কিমেই দূর হবে মাসিক খরচের চিন্তা

নিউজ শর্ট ডেস্ক: অর্থ সঞ্চয়ের (Money Savings) জন্য আমাদের দেশের বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান গুলির মধ্যে অন্যতম হল পোস্ট অফিস (Post Office)। ছোট বড় বিভিন্ন বয়সী মানুষের মতই পোস্ট অফিসে সিনিয়র সিটিজেনদের (Senior Citizen) জন্যই রয়েছেন বেশ কিছু সেভিং স্কিম (Savings Scheme)।

   

আমাদের দেশের প্রবীণ নাগরিকদের জন্য অত্যন্ত জনপ্রিয় এমনই একটি সেভিংস স্কিম হল সিনিয়র সিটিজেন স্কিম। অবসর জীবনে টাকা পয়সার দিক দিয়ে চিন্তা মুক্ত থাকার জন্য এই স্কিমটি দারুন উপকারী।

প্রবীণ মানুষদের মাসিক খরচের জন্য অত্যন্ত উপকারী এই স্কীমে বেশ কিছু শর্ত রয়েছে। আসুন পোস্ট অফিসের এই সিনিয়র সিটি সেভিংস স্কিম সম্পর্কে বিস্তারিত জানা যাক।

অর্থ সঞ্চয়,Money Savings,পোস্ট অফিস,Post Office,সিনিয়র সিটিজেন,Senior Citizen,সেভিং স্কিম,Savings Scheme,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

 

জানা যাচ্ছে নিয়ম অনুযায়ী এই স্কিমে দেশের প্রবীর নাগরিকদের ন্যূনতম হাজার টাকা বিনিয়োগ করতে হয়। তবে কেউ চাইলে এক্ষেত্রে সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন। এখানে বলে রাখি এক্ষেত্রে বিনিয়োগকারীরা প্রত্যেক মাসে কত টাকা পাবেন তা নির্ভর করছে তাদের বিনিয়োগের পরিমাণের ওপর।

আরও পড়ুন: বাংলার মুকুটে নতুন পালক! ভারতীয় রেলের অগ্রগতিতে সামিল কলকাতার সংস্থা

হচ্ছে এই স্কিমে বিনিয়োগ করলে ৮০ সি ধারা অধীনে কর ছাড় পাওয়া যায়। মূলত ৬০ বছর এবং তার বেশি বয়সীদের কথা মাথায় রেখেই প্রকল্প তৈরি করা হয়েছে। বৃদ্ধ বয়সে অবসর গ্রহণের পরেও দেশের বয়স্ক নাগরিকরা যাতে তাঁদের মাসিক আয়  নিশ্চিত করতে পারেন তারই জন্য তাঁরা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বিনিয়োগ করে থাকেন।

অর্থ সঞ্চয়,Money Savings,পোস্ট অফিস,Post Office,সিনিয়র সিটিজেন,Senior Citizen,সেভিং স্কিম,Savings Scheme,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

বর্তমানে সরকারি এই প্রকল্পে ৮.২ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। এই স্কিমে কেউ যদি একই সাথে ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন, তাহলে প্রতি ত্রৈমাসিকে তিনি  ১০,২৫০ টাকা উপার্জন করতে পারবেন। শুধু সুদ থেকেই ৫ বছরে আয় হবে ২ লক্ষ টাকা।

আর কেউ যদি সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে প্রতি বছর তিনি ২,৪৬,০০০ টাকা সুদ পাবেন। অর্থাৎ প্রতি মাস গেলে তিনি পাবেন ২০,৫০০ টাকা। হিসাব অনুযায়ী এক্ষেত্রে প্রতি তিন মাস অন্তর হাতে আসবে মোট ৬১,৫০০ টাকা।