Bengali Serial

anita

Bengali Serial: নতুন রূপে ফিরছেন নীল! আসন্ন প্রজেক্টে জুটি বাঁধছেন এই সুপারহট টলি সুন্দরীর সাথে

নিউজ শর্ট ডেস্ক: বাংলা বিনোদন জগতের দুই পরিচিত মুখ হলেন অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং অভিনেত্রী শোলাঙ্কি রায় (Solanki Roy)। দুজনের উত্থান ছোট পর্দার হাত। একদিকে শোলাঙ্কিকে শেষবার টেলিভিশনের পর্দায় শেষ বার দেখা গিয়েছে স্টার জলসার গাঁটছড়া ধারাবাহিকে।

   

অন্যদিকে স্টার জলসার পর্দায়  নীলের শেষ ধারাবাহিক ছিল ‘বাংলা মাধ্যম’। এবার শোনা যাচ্ছে বাংলা বিনোদন জগতের এই দুই অভিনেতা-অভিনেত্র্রীই এবার জুটি বাঁধছেন একই সাথে।

তবে আসন্ন কোনো ধারাবাহিক নয় নীল-শোলাঙ্কি দুজনেই একই প্রজেক্টে কাজ করছেন ঠিকই তবে সেটা ওয়েব সিরিজ। দর্শকরা আগামীদিনে এই দুই জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীকে একইসাথে দেখবেন ঠিকই তবে সেটা ওয়েব সিরিজে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,নীল ভট্টাচার্য,Neel Bhattacharya,শোলাঙ্কি রায়,Solanki Roy,হৈচৈ,Hoichoi,ওয়েব সিরিজ,Web Series,বোকাবাক্সতে বন্দি,Bokabaksho Te Bondi,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

খুব তাড়াতাড়ি আসছে  হৈ চৈ-এর বহু প্রতিক্ষিত ওয়েব সিরিজ ‘বোকা বাক্সতে বন্দী’ (Boka Bakso Te Bondi)। সেখানেই একইসাথে দেখা যাবে শোলাঙ্কি এবং নীলকে।

আরও পড়ুন: মায়ের বদলা নেবে মেয়ে! লিপ নেওয়ার সাথেই ‘নিম ফুলের মধু’তে এল বিরাট চমক

প্রসঙ্গত ছোট পর্দায় না হলেও এই আসন্ন ওয়েব সিরিজের দৌলতেই প্রথমবার একসাথে জুটি বাঁধতে দেখা যাবে নীল শোলাঙ্কিকে। টেলিভিশনের পর্দায় শোলাঙ্কি অভিনীত সুপারহিট ধারাবাহিক গুলির মধ্যে রয়েছে ‘ইচ্ছে নদী’, ‘প্রথম কাদম্বিনী’, ‘গাঁটছড়া’র মতো মেগা সিরিয়াল গুলি।

বাংলা সিরিয়াল,Bengali Serial,নীল ভট্টাচার্য,Neel Bhattacharya,শোলাঙ্কি রায়,Solanki Roy,হৈচৈ,Hoichoi,ওয়েব সিরিজ,Web Series,বোকাবাক্সতে বন্দি,Bokabaksho Te Bondi,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

অন্যদিকে নীল অভিনীত সুপারহিট ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম ‘ঠিক যেন লাভ স্টোরি’, ‘স্ত্রী’ ‘কৃষ্ণকলি’, ‘উমা’, এবং ‘বাংলা মিডিয়াম’।