নিউজ শর্ট ডেস্ক: বেজে গিয়েছে ভোটের দামামা। আর ২০২৪ সালের আসন্ন লোকসভা নির্বাচনের আগেই বিরাট চমক দিলেন বাংলার ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi No 1) রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। এতদিন তাঁকে সবাই চিনতেন সফল অভিনেত্রী এবং সফল সঞ্চালিকা হিসাবেই।
তবে এবার তাঁর মুকুটে জুড়েছে এক নতুন পালক। এত বছরে এই প্রথম সক্রিয়ভাবে রাজনীতিতে নাম লিখিয়েছেন রচনা। আসন্ন নির্বাচনে তৃণমূলের টিকিটেই হুগলি জেলা থেকে লড়বেন রচনা। তাঁর বিপরীতে প্রবল প্রতিপক্ষ বিজেপির লকেট চট্টোপাধ্যায়। তিনিও একজন অভিনেত্রী।
তাঁরা দুজনে একসাথে একাধিক সিনেমাতে অভিনয়ও করেছেন একসময়। এবার দেখার রাজনীতির ময়দানের এই ‘কাঁটে কে টক্কর’-এ শেষ পর্যন্ত বিজয়ীর মুকুট কার মাথায় ওঠে। এমনিতে গোটা বাংলা জুড়ে দিদি নাম্বার ওয়ান রচনার জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই।
তবে রাজনীতির ময়দানে তিনি কতটা সফল হতে চলেছেন তার উত্তর অবশ্য দেবে সময়। প্রসঙ্গত দীর্ঘ দিনের অভিনয় জীবনে রচনা বাংলা ইন্ডাস্ট্রির প্রথম সারির একজন অভিনেত্রী ছিলেন। বাংলার পাশাপাশি একাধিক ভাষার সিনেমায় অভিনয়ও করেছেন তিনি।
আরও পড়ুন: লিপ নিচ্ছে ‘নিম ফুলের মধু’! ঠাকুমার মতোই ভিলেন হয়ে আসছেন জনপ্রিয় এই শিশুশিল্পী
সব মিলিয়ে বাংলার এই এভারগ্রীন অভিনেত্রী অত্যন্ত ভার্সাটাইল। তবে ক্যারিয়ারে দারুন সফল হলেও রচনা কিন্তু একটি বিষয়ে নিজেই নিজেকে শূন্য দিতেও পিছপা হননি। আসলে অভিনেত্রীর দাম্পত্য জীবন সুখের হয়নি একেবারেই। যদিও তার জন্য তিনি বরাবরই দায়ী করেছেন নিজেকে।
উইকিপিডিয়া ঘাঁটলে দেখা যায় অভিনেত্রীর দুবার বিয়ে হয়েছে। প্রথমে ২০০৪ সালে উড়িষ্যার বিখ্যাত অভিনেতা সিদ্ধান্ত মহাপাত্রকে বিয়ে করেছিলেন রচনা। যদিও তাঁদের দাম্পত্য জীবন সুখের হয়নি। পরে আরও একবার বিয়ে করেছিলেন অভিনেত্রী।
২০০৭ সালে প্রবাল বসুকে বিয়ে করে ৯ বছরের দাম্পত্য জীবন কাটিয়েছিলেন তাঁরা। যদিও ২০১৬ সাল থেকেই আলাদা থাকছেন রচনা এবং প্রবাল। ছেলের কথা ভেবে আইনি বিচ্ছেদ না হলেও বর্তমানে ছেলেকে নিয়ে কলকাতার একটি বিলাসবহুল ফ্ল্যাটে একাই থাকেন অভিনেত্রী।