নিউজ শর্ট ডেস্ক: ভারতের সফল উদ্যোগপতি রতন টাটা’কে (Ratan Tata) না চেনেন! দীর্ঘদিনের কেরিয়ারে তিনি যে সাফল্য অর্জন করেছেন তা নিঃসন্দেহে প্রত্যেক ভারতবাসীর কাছে গর্বের। তাই আমাদের দেশে এমন কোন মানুষ নেই যার তাঁকে নিয়ে গর্ব হয় না। আসলে তিনি এমনই একজন মানুষ যাঁকে দেখলে এমনিই মাথা নত হয়ে আসে।
তাই তাঁর মতো সমাজসেবী তথা দানশীল এবং পরোপকারী মানুষকে ভগবানের দূত বললেও অত্যুক্তি হবে না। ভারতীয়রা তো বটেই,দেশ-বিদেশের বহু নামি দামি মানুষও তাঁকে সমীহ করে চলেন। এমনকি বর্তমানে আমাদের দেশের তরুণ প্রজন্মের কাছেও অনুপ্রেরণার আরেক নাম রতন টাটা।
তাই স্বাভাবিকভাবেই ৮৬ বছর বয়সী এই ‘যুবক’-এর ভক্ত সংখ্যাও নেহাত কম নয়। দীর্ঘদিনের ক্যারিয়ারে নাম-যশ খ্যাতি টাকা-পয়সা কোন কিছুরই অভাব নেই তাঁর কিন্তু সাফল্যের শিখরে পৌঁছেও কিভাবে মাটিতে পা রেখে চলতে হয় তা সত্যিই তাঁর কাছ থেকে শেখার মতো।
দেশের এত নামি একজন মানুষ হলেও আজ পর্যন্ত অহংকার শব্দটা ছুঁতে পর্যন্ত পারেনিরতন টাটাকে।আর এখানেই তিনি সবার থেকে একেবারে আলাদা। যদিও এই বয়সে এসেও এখনও নিঃস্বঙ্গ জীবন কাটাচ্ছেন রতন টাটা। বিয়ে প্রসঙ্গে একাধিক সাক্ষাৎকারে ইতিপূর্বে তিনি জানিয়েছন, বিয়ে ঠিক হয়েও নাকি বারবার বিয়ে ভেঙে গিয়েছে তাঁর।
আরও পড়ুন: বহু বছর পর টেলিভিশনের পর্দায় ‘ইচ্ছেনদী’র অনুরাগ বিক্রম! খুশিতে লাফাচ্ছেন ভক্তরা
তবে কানাঘুঁষো শোনা যায় এহেন রতন টাটার জীবনেও নাকি একসময় প্রেম এসেছিল। যদিও পরিণতি পাইনি সেই সম্পর্ক। বলিপাড়ার অন্দরের গুঞ্জন লাস্যময়ী এক বলিউড (Bollywood) সুন্দরীর প্রেমে পড়েছিলেন রতন টাটা। তাঁর জন্ম হয়েছিল ১৯৪৪ সালের ১৭ অক্টোবর পাঞ্জাবের লুধিয়ানায় একটি গারেওয়াল জাট-শিখ পরিবারে।
একসময় বিদেশেও ছিলেন এই অভিনেত্রী। তবে খুব অল্প বয়সেই ‘টারজান গোজ টু ইন্ডিয়া’ ছবির মধ্যে দিয়ে নজর কেড়েছিলেন সকলের। অভিনয় করেছিলেন বাংলার কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’ থেকে শুরু করে রাজ কাপুরের ‘মেরা নাম জোকার’ সিনেমায়।
বলিউডের এই সুপারহট অভিনেত্রী আর কেউ নন তিনি হলেন বোল্ড বিউটি সিমি গারেওয়াল (Simi Garewal)। বিটাউনের গুঞ্জন একসময় নাকি তাঁর সঙ্গেই প্রেম ছিল টাটার। কিন্তু কেন তাঁদের সম্পর্ক ভেঙেছিল তা জানা যায়নি। যদিও অনেক পরে এক এক সাক্ষাৎকারে রতন টাটা প্রসঙ্গে সিমি বলেছিলেন, ‘রতন আর আমার এক পুরনো সম্পর্ক রয়েছে। ও খুব ভাল মানুষ।’