রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,RBI,ভারতীয় নোট,Indian Notes,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

anita

RBI: নোটের ওপর পেনের কালি থাকলেই বাতিল! RBI-এর নতুন নিয়ম জানলে পড়বেন ফ্যাসাদে

নিউজ শর্ট ডেস্ক: হাতে কড়কড়ে ঝকঝকে নোট থাকলে মন এমনিই ভালো হয়ে যায় সকলেরই। কিন্তু সেটা তো আর সম্ভব হয় না সবসময়। আসলে অনেক সময় আমাদের হাতে চলে আসে বিভিন্ন নোংরা নোট (Dirty Notes)। কারও হাতে চলে আসে নোংরা অপরিচ্ছন্ন নোট আবার কখনও  এমন নোট হাতে আসে যার ওপরে পেনের কালি দিয়ে কারো নাম তো কোন সংখ্যা লেখা থাকে। আবার নোটেই বিশেষ বার্তা লিখে রাখেন অনেকে।

   

এরইমধ্যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি চাঞ্চল্যকর তথ্য। সেখানে দাবি করা হচ্ছে সম্প্রতি এক নতুন নিয়ম এনেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।  সেখানে বলা হয়েছে এবার থেকে যদি কোন ভারতীয় নোটের (Indian Notes) ওপর পেনের কালি দিয়ে এই ধরনের লেখা থাকে তাহলে সেই নোট অবৈধ বলে ধরা হবে। এই খবর চাউর  হতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই খবরে দাবি করা হয়েছে, নোটের ওপর কোন কিছু লেখার অর্থ সেই নোট লিগ্যাল টেন্ডারের বাইরে। তাই এই দাবি অনুসারে নোটের ওপরে কোন কিছু লেখা হলে ওই নোটের বৈধতাও শেষ হয়ে যায়। কিন্তু এই দাবি কতটা সত্যি?

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,RBI,ভারতীয় নোট,Indian Notes,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এখানে বলে রাখি নোটের ওপর পেনের কালি দিয়ে লেখার যে তথ্য ভাইরাল হয়েছে তা একেবারে ভুয়ো। বাস্তবে আরবিআই কখনও এমন নিয়ম জারি করেনি, যেখানে বলা হয়েছে যে নোটের ওপরে কোন কিছু লেখা থাকলে তা অবৈধ হয়ে যাবে। আসলে নোটের উপরে কোন কিছু লেখা থাকার পরেও নোটের মূল্য একই থেকে যায়। তাই প্রশ্ন উঠছে আসল সত্যিটা তাহলে কি?

আরও পড়ুন: প্রবীণ নাগরিকদের জন্য সুখবর, এবার ট্রেনে উঠলে পাবেন এই বিশেষ সুবিধা!

যদি কারও  কাছে এই ধরনের পেনের কালি দিয়ে লেখা নোট থেকে থাকে তাহলে ভয় পাওয়ার কিছুই নেই। কারণ এই ধরনের নোট গ্রহণ করলে কারও কোন ক্ষতি হবে না।  তাই সব সময় এই ধরনের ভুয়ো দাবি থেকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। আর সব সময় সঠিক তথ্য জানতে হবে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,RBI,ভারতীয় নোট,Indian Notes,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

ক্লিন নোট পলিসির গুরুত্ব

আর বি আই-এর ক্লিন নোট পলিসির মাধ্যমে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে বলা হয়েছে নোটের ওপরে বিনা কারণে পেনের কালি দিয়ে না লেখাই ভালো। এই নীতি মানলে নোটের দীর্ঘকালীন শুদ্ধতা আর বিশ্বস্ততা বজায় রাখা যায়। তাই পেনের কালি দিয়ে লেখা নোট অবৈধ হয় না ঠিকই, তবে আমাদের দেশের প্রত্যেক নাগরিকেরই কর্তব্য নোট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।