Savings Account

anita

Savings Account: SBI নাকি HDFC, মাসে মাসে টাকা জমালে কোন ব্যাঙ্ক থেকে বেশি লাভ হবে?

নিউজ শর্ট ডেস্ক: বিনিয়োগকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি স্কিম হল রেকারিং ডিপোজিট। বিশেষ করে যারা যারা অল্প অল্প করে টাকা জমান তাঁদের জন্য আরডি অত্যন্ত লাভজনক একটি স্কিম।

   

বিশেষ করে চাকুরিজীবীদের জন্য প্রত্যেক মাসে মাসে টাকা জমানোই অনেক বেশি সুবিধাজনক হয়ে থাকে। আসুন জানা যাক, মাসে মাসে টাকা জমা করলে কোন্ ব্যাঙ্ক দেবে সবথেকে বেশি রিটার্ন পাওয়া যায়?

 স্টেট ব্যাংকে RD স্কিমে সুদের হার:

ব্যাংক,Bank,এসবিআই,SBI Bank,এইচডিএফসি,HDFC Bank,আইসিআইসিআই ব্যাঙ্ক,ICICI Bank,ইয়েস ব্যাঙ্ক,Yes Bank,আর ডি স্কিম,RD Scheme,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

ভারতের সরকারি ব্যাংক স্টেট ব্যাংকে এক বছর থেকে শুরু করে ১০ বছর মেয়েদের রেকারিং ডিপোজিট (RD) স্কিম রয়েছে। এই ব্যাংকে মেয়াদ অনুযায়ী আরডি-তে আলাদা আলাদা হারে  সুদ পাওয়া যায়। সাধারণ গ্রাহকদের জন্য স্টেট ব্যাঙ্ক রেকারিং ডিপোজিট স্কিমে ৬.৫০ শতাংশ থেকে ৭ শতাংশ পর্যন্ত সুদ দিয়ে থাকে। এছাড়া  প্রবীণ নাগরিকদের জন্য ৭ থেকে ৭.৫০ শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হয়।

এইচডিএফসি ব্যাঙ্কে RD স্কিমে সুদের হার:

ব্যাংক,Bank,এসবিআই,SBI Bank,এইচডিএফসি,HDFC Bank,আইসিআইসিআই ব্যাঙ্ক,ICICI Bank,ইয়েস ব্যাঙ্ক,Yes Bank,আর ডি স্কিম,RD Scheme,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এইচডিএফসি ব্যাঙ্কে ৬ মাস থেকে  ১২০ মাসের  জন্য RD করা যেতে  পারে। এই ব্যাংকে  ৬ মাসের রেকারিং ডিপোজিট স্কিমে ৪.৫০ শতাংশ সুদ পাওয়া যায় । তবে কেউ যদি  ৯, ১২ কিংবা ১৫ মাসের জন্য RD-তে বিনিয়োগ করেন তাহলে ৭.১০ শতাংশ সুদ পাওয়াযাবে । এছাড়াও HDFC ব্যাংকে ২৪, ২৭, ৩৬, ৩৯, ৮৪, ৬০, ৯০ এবং ১২০ মাসের রেকারিং ডিপোজিট স্কিমে সর্বোচ্চ ৭ শতাংশ হারে  সুদ পাওয়া যাবে।

আইসিআইসিআই ব্যাঙ্কে RD স্কিমে সুদের হার:

ব্যাংক,Bank,এসবিআই,SBI Bank,এইচডিএফসি,HDFC Bank,আইসিআইসিআই ব্যাঙ্ক,ICICI Bank,ইয়েস ব্যাঙ্ক,Yes Bank,আর ডি স্কিম,RD Scheme,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

আইসিআইসিআই ব্যাংকের রেকারিং ডিপোজিট স্কিমে ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে  সাধারণ গ্রাহকদের ৪.৭৫ শতাংশ থেকে ৭.১০ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। যদিও প্রবীণ নাগরিকদের জন্য এই ব্যাংকের তরফ থেকে ৫.২৫ শতাংশ থেকে ৭.৫০ শতাংশ হারে সুদ দিয়ে থাকে।

ইয়েস ব্যাঙ্কে  RD স্কিমে সুদের হার:

ব্যাংক,Bank,এসবিআই,SBI Bank,এইচডিএফসি,HDFC Bank,আইসিআইসিআই ব্যাঙ্ক,ICICI Bank,ইয়েস ব্যাঙ্ক,Yes Bank,আর ডি স্কিম,RD Scheme,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

ইয়েস ব্যাঙ্কে রেকারিং ডিপোজিট স্কিমে বিনিয়োগ করার মেয়াদ ৬ মাস থেকে শুরু করে ৫ বছর পর্যন্ত হয়ে থাকে। এখানে পুনরাবৃত্তি আমানত তিন মাসের জন্য বুক করা যায়। অর্থাৎ,এই ব্যাংকে বিনিয়োগকারীরা ৬ মাস, ৯ মাস, কিংবা ১২ মাস মেয়াদের জন্য বিনিয়োগ করতে পারেন। ইয়েস ব্যাংকের RD স্কিমে ৬.১০ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ হারে সুদ দিয়ে থাকে।