Health Facility

Health Facility: বাড়িতে বসে ২৪ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন এই কার্ড! মিলবে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা

নিউজশর্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হল আয়ুষ্মান কার্ড(Ayushman Bharat Card)। দেশের প্রায় ৪০ কোটি মানুষের এই আয়ুষ্মান কার্ড রয়েছে। আপনার কাছেও যদি আয়ুষ্মান কার্ড থাকে তাহলে আপনি ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা নিতে পারবেন। তবে মনে রাখবেন সবাই কিন্তু এই আয়ুষ্মান কার্ড তৈরি করতে পারে না। কিন্তু আপনি যদি এই কার্ড তৈরি করতে চান, তাহলে মোবাইল থেকে কিভাবে আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করবেন, সেটা জেনে নিন।

আয়ুষ্মান ভারত কার্ড কীভাবে তৈরি করবেন?

১) প্রথমে আপনাকে আয়ুষ্মান ভারত PMJAY-র অফিসিয়াল ওয়েবসাইটে https://pmjay.gov.in/ গিয়ে ‘Am I Eligible’ অপশনে ক্লিক করতে হবে।

২) এরপরে একটি নতুন পেজ খুললে সেখানে মোবাইল নম্বর দিয়ে ভেরিফিকেশন করে ক্যাপচা কোড লিখে লগইন অপশনে ক্লিক করতে হবে।

৩) এবার সার্চ ফর বেনিফিশিয়ারি অপশনে ট্যাপ করে আবেদন শুরু হবে।

৪) এরপরে রাজ্য নির্বাচন করে স্কিমে PMAY লিখতে হবে। Search By-এ, গ্রাহকের রেশন কার্ডের জন্য ফ্যামিলি আইডি, আধার কার্ড বা Location Rural বা Location Urban নির্বাচন করতে হবে।

Ayushman Bharat

আরও পড়ুন: Aadhaar Card: এবার Aadhaar Card দিয়েই তোলা যাবে টাকা! লাগবে না কোনো পিন, ওটিপি

৫) এরপরে আপনাকে জেলা বিকল্পে ট্যাপ করে Search অপশনে ট্যাপ করতে হবে।

৬) তারপরে ফ্যামিলি আইডি অপশন সিলেক্ট করা থাকলে সেটিতে ট্যাপ করুন অথবা আপনাকে আধার নম্বর লিখতে হতে পারে।

৭) এবার পরিবারের সকল সদস্যের বিবরণ চলে আসবে। যে সদস্যের নামে আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করবেন, তাঁর আধার ওটিপি, আঙুলের ছাপ, আইআরআইএস স্ক্যান বা মুখের ছবির মাধ্যমে যাচাই করতে হবে।

৮) এবার আধার বিকল্প নির্বাচন করার সময় OTP-এর মাধ্যমে ফের যাচাই করতে হবে।

৯) এখানে একটি নতুন পেজ খুলবে। আবার ওটিপি যাচাই করতে হবে।

১০) এবার  আপনার আয়ুষ্মান ভারত কার্ডের আবেদন জমা দেওয়া হয়েছে, সেই একটি পেজ খুলবে।

১১) সবার শেষে আপনাকে e-kyc বিকল্পে ট্যাপ করে Aadhaar OTP অপশন সিলেক্ট করতে হবে।

১২) এরপরে আপনাকে সংশ্লিষ্ট পৃষ্ঠা সিলেক্ট করে OTP লিখে জমা দিতে হবে।

এভাবেই আপনি বাড়িতে বসেই অল্প সময়ের মধ্যে আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করে নিতে পারবেন।

Avatar

Papiya Paul

X