E-Scooter

E-Scooter: এক চার্জেই ছুটবে ১০৫ কিমি! সস্তার এই ই-স্কুটারে মিলবে একগুচ্ছ ফিচার্স

নিউজ শর্ট ডেস্ক: এখন সারা বিশ্বের অটোমোবাইল বাজার কাঁপছে ইলেক্ট্রিক গাড়িগুলি। ভারতের বাজারও তার ব্যতিক্রম নয়। চার চাকা হোক কিংবা দু-চাকা ভারতীয়রাও এখন ইলেকট্রিক গাড়ি,বাইক, কিংবা স্কুটারের ওপরেই বেশি ভরসা করেন। আজ আপনাদের জানাবো এমনই একটি ইলেক্ট্রিক স্কুটার সম্পর্কে। যার লুক থেকে শুরু করে রেঞ্জ,পাওয়ার সহ রয়েছে অন্যান্য এ-ক্লাস ফিচার্স।

অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই ইলেকট্রিক স্কুটারের নাম রোওয়েট রেম ইলেকট্রিক স্কুটার (Rowwet Rame Electric Scooter)। যার চমৎকার লুক থেকে শুরু করে রেঞ্জ সহ অন্যান্য সমস্ত নজরকাড়া ফিচার যা এককথায় যে কোনো বাইকপ্রেমীর জন্য পারফেক্ট। আসুন বিস্তারিত জানান যাক এই রোওয়েট রেম ইলেকট্রিক স্কুটারের সমস্ত ফিচার্স থেকে শুরু করে দাম সব কিছু।

রোওয়েট রেম ইলেকট্রিক স্কুটারের ফিচার্স

এখনকার বাজারে দুর্দান্ত ফিচার্স সম্পন্ন এই ইলেকট্রিক স্কুটারটি এককথায় সেরা । এই ই-স্কুটারে ডিজিটাল স্পিডোমিটার, অডোমিটার, ওয়ান টচ সেল্ফ স্টার্ট, রিমোট অ্যানালক, ব্লুটুথ কানেকশন , ডিজিটাল কন্ট্রোল, ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট, অ্যান্টি-লাগিং ব্রেকিং সিস্টেম সহ ডিজিটাল ইন্ডিকেটরের সুবিধা পাওয়া যাবে।

রোওয়েট রেম ইলেকট্রিক স্কুটার (Rowwet Rame Electric Scooter,ইলেকট্রিক স্কুটার,Electric Scooter,ফিচার্স,Features,দাম,Price,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এই ইলেকট্রিক স্কুটারের শক্তিশালী  ব্যাটারী

জনপ্রিয় এই  ইলেকট্রিক স্কুটারে ২Kwh-এর লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে, এই স্কুটারটি একবার চার্জ দিলেই  তা ছুটবে ১০৫ কিলোমিটার। এছাড়াও এই স্কুটারে ২৫০ ভোল্টেজের বিএলডিসি মোটরের সুবিধাও পাওয়া যাবে। যার সাহায্যে এই স্কুটারটি কম করে ৬৫ কিলোমিটার প্রতি ঘন্টার টপ স্পীড পর্যন্ত  চলতে সক্ষম। এই স্কুটারের ব্যাটারি চার্জ হতে মোট ৪ ঘন্টা সময় লাগে।

আরও পড়ুন: বাড়ি-গাড়ি সব ফ্রি! জানেন কোথায় রয়েছে পৃথিবীর এই ‘সব পেয়েছির দেশ’?

রোওয়েট রেম ইলেকট্রিক স্কুটার (Rowwet Rame Electric Scooter,ইলেকট্রিক স্কুটার,Electric Scooter,ফিচার্স,Features,দাম,Price,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

রোওয়েট রেম ইলেকট্রিক স্কুটারের দাম কত?

এখানে বলে রাখি এই ইলেকট্রিক স্কুটারটির এক্স শোরুম দাম শুরুই হয় ১.১৫ লক্ষ টাকা। তবে সব মিলিয়ে এই ধরনের ইলেক্ট্রিক স্কুটার কম বাজেটের  গ্রাহকদের জন্য এককথায় সেরা বিকল্প বলে মনে করা হচ্ছে।

Avatar

anita

X