SIP

SIP: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের আগে SIP-র এই নিয়ম জানুন, নইলে ডুবতে পারে আপনার কষ্টের টাকা!

নিউজ শর্ট ডেস্ক: ভবিষ্যৎ পরিকল্পনা করে বিনিয়োগের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য হল একটি মাধ্যম হল SIP অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এর মাধ্যমে মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করা যায়। দীর্ঘমেয়াদি এই প্ল্যানটি আসলে সময়ের সঙ্গে পদ্ধতিগত ভাবে সম্পদ বৃদ্ধির একটি দুর্দান্ত উপায়।

SIP মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে  ‘৭-৫-৩-১’ নিয়মটি (7-5-3-1 Rule) হল এমনই একটি সহজ নির্দেশিকা।  যা বিনিয়োগ কারীদের এসআইপি বিনিয়োগগুলিকে কৌশলগতভাবে গঠন করতে সাহায্য করে থাকে। এই সহজ নির্দেশিকা মেনে SIP-তে বিনিয়োগ করা দারুন লাভজনক হয়ে থাকে।

বিভিন্ন সময়ে ধাপে ধাপে তহবিল গড়ে তোলার জন্যই এটি একটি কাঠামো তৈরী করে থাকে। যার লক্ষ্য মূলত বৈচিত্র্য বাড়ানো, ঝুঁকি পরিচালনা করা এবং সুযোগগুলোকে কাজে লাগানো।

SIP

SIP-র ৭-৫-৩-১ নিয়মের প্রথম ধাপ হল বার্ষিক আয় নির্ধারণ করা। বিশেষজ্ঞরাও মোট পরিমাণের সমান নিজেদের এসআইপি বিনিয়োগ শুরু করার পরামর্শ দেন। যা আসলে বার্ষিক আয়ের সাত গুণ। এটি মূলত SIP-তে বিনিয়োগের ভীত তৈরি করে, এবং ভবিষ্যতে তহবিল গড়তে সাহায্য করে।

আরও পড়ুন: বিন্দু থেকেই সিন্ধু হয়! ভারতীয় এই মহিলার সাফল্যের কাহিনী চমকে দেবে আপনাকেও

প্রাথমিক বিনিয়োগের পরিমাণ নির্ধারণ করার পর, পরবর্তী ধাপে এটিকে পাঁচটি পৃথক পদ্ধতিগত বিনিয়োগের ভাগ করে নিতে হবে।এখানে বলে রাখি বিভিন্ন স্কিমের বিনিয়োগ বৈচিত্র্য ঝুঁকি এড়াতে সাহায্য করে, এক্ষেত্রে ভালো টাকা রিটার্নও পাওয়া যায়।

SIP,সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান,৭-৫-৩-১,7-5-3-1 Rule,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এই নিয়ম মিউচুয়াল ফান্ডের বৈচিত্র্যের উপর জোর দেয়। এক্ষেত্রে ইক্যুইটি তহবিলগুলিতে বেশি ঝুঁকি থাকলেও মোটা টাকা  রিটার্নের সম্ভাবনাও থাকে। তবে ঋণ তহবিলগুলি কম ঝুঁকিপূর্ণএবং অনেক বেশি স্থিতিশীল রিটার্ন দিয়ে থাকে।এছাড়া আছে  হাইব্রিড তহবিল। যা ইক্যুইটি এবং ঋণ উভয়কেই একসাথে করে একটি সুষম পদ্ধতিতে বিনিয়োগ করে থাকে।

SIP-র ৭-৫-৩-১ নিয়মের এককালীন বিনিয়োগের জন্য একটি অংশ আলাদা করার পরামর্শ দেয়৷ যা একটি পোর্টফোলিওর ভারসাম্য বজায় রাখতে, বাজারের মন্দার সুবিধা নিতে বা বিনিয়োগের জন্য ব্যবহার করা হয়।

Avatar

anita

X