নিউজ শর্ট ডেস্ক: এবার সনি’র (Sony) তরফ থেকে লঞ্চ করা হল একটি আজব এসি। এই এসি পরেই ঘুরে ঘুরে বেড়ানো যায়। এতদিন আমরা সকলেই দেখেছি বাড়ির জানালাতে উইন্ডো এসি কিংবা স্প্লিট এসি দেখেছি। এমনকি অনেকে হয়তো পোর্টেবেল এসি-ও দেখেছেন।
কিন্তু এবার বাজার কাঁপাচ্ছে ওয়ারেবল এসি। জানলে অবাক হবেন অভিনব এই এবার থেকে পরেই ঘুরে বেড়ানো যাবে। সদ্য সনির তরফ থেকে লঞ্চ করা হয়েছে Sony Reon Pocket 5 এসি। এটি মূলত একটি ওয়ারেবল এয়ার কন্ডিশনার।
জানা যাচ্ছে কোম্পানির তরফে এই প্রোডাক্টটি আসলে ২০১৯ সালে লঞ্চ করা হয়েছিল। আর এই নতুন সনি রেয়ন পকেট ৫ এসি (Sony Reon Pocket 5 Ac) এই পরিধানযোগ্য এসিটিরই লেটেস্ট ভার্সন। সবথেকে মজার বিষয় হল এই ক্লাইমেট কন্ট্রোল ডিভাইসটিকে যে কেউ পরেই ঘুরে বেড়াতে পারবেন।
এই ডিভাইসটি মূলত থার্মো মডিউল,তাপমাত্রা, আর্দ্রতা কিংবা মোশনের মতো বেশ কিছু সেন্সরের ওপর নির্ভর করে কাজ করে থাকে। এই ডিভাইসটি থেকে গ্রাহকরা যথাসম্ভব সেরা কুলিং কমফোর্ট পেয়ে থাকেন। শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো আবহাওয়াতেই এই ডিভাইসটি কাজ করতে পারে। কারণ এই ডিভাইসটি একইসাথে কুলিং এবং হিটিং বৈশিষ্ট সম্পন্ন। এটিতে ৫ টি কুলিং এবং ৪ টি ওয়ার্মিং স্তর রয়েছে।
আরও পড়ুন: গরমের ছুটিতে দারুণ হুল্লোড়, চালু হল হাওড়া থেকে উত্তরবঙ্গগামী স্পেশাল ট্রেন!
এই এসিটি মূলত একটি রিমোর্ট সেন্সরের মতো কাজ করে থাকে। এই ডিভাইসটি একটি রিয়ন পকেট অ্যাপ রয়েছে যা অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ধরনের ফোনেই সাপোর্ট করে। এছাড়া এই ডিভাইসটি ব্লুটুথ দিয়ে কানেক্ট করেছে।
এই ডিভাইসটি নিজে থেকেই অন এবং অফ হয়ে যায়। তাই ডিভাইসটি পরার সাথে সাথে যেমন ঠান্ডা হতে শুরু করে তেমনি এটি টেবিলে রাখার সাথে সাথেই কাজ করে বন্ধ করে দেয়। তবে জানা যাচ্ছে এই ডিভাইসটি শুধু জাপানেই পাওয়া যাচ্ছে। ভারতীয় মুদ্রায় এই এসিটির দাম মাত্র ৯ হাজার টাকা।