SBI

anita

SBI: ৫ লাখ টাকার গাড়ির জন্য কত EMI দিতে হবে? জানলে কিনবেন আপনিও

নিউজ শর্ট ডেস্ক: গাড়ি কেনার স্বপ্ন কার না থাকে! কিন্তু সব স্বপ্ন এসে বাধা পায় টাকার অঙ্কে। তাই সাধ থাকলেও সাধপূরণ হয় না অনেকেরই। তাই যদি এমন কেউ থাকেন যিনি টাকার অভাবে গাড়ি কিনতে পারছেন না, তবে তার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) এবার দিচ্ছে একটি আকর্ষণীয় সুযোগ।

   

যা শুনলে এবার গাড়ি কিনবেন মধ্যবিত্ত পরিবারের সদস্যরাও। আসলে এবার কার লোন (Car Loan)-এর মাধ্যমেই ভারতীয়দের গাড়ি কেনার স্বপ্ন পূরণ করতে চলেছে ভারতের রাষ্ট্রায়ত্ব ব্যাংক SBI। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই কার লোনের মাধ্যমেই এবার খুব কম খরচে গাড়ি কেনা যাবে।

প্রয়োজনে কম বেশি অনেকেই ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াও এবার গ্রাহকদের জন্যই কার লোনের একটি দুর্দান্ত অফার দিচ্ছে। যদি কারও স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, আর তিনি যদি স্টেট ব্যাংক থেকে কার লোন নিতে চান তাহলে তার জন্য রয়েছে একটি দারুন লোভনীয় সুযোগ।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,State Bank of India,কার লোন,Car Loan,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তবে SBI থেকে গাড়ির লোন নেওয়ার আগে জানুন এক্ষেত্রে প্রতি মাসে EMI-এর সুদের হার কত? কত টাকা লোন নিলে কত টাকা শোধ করতে হবে? জানুন এমনই সমস্ত খুঁটিনাটি বিষয়।

আরও পড়ুন: লোন শোধ করতে না পারলেও চিন্তা নেই! ঋণ খেলাপিদের ৫টি অধিকার নিয়ে নতুন নির্দেশিকা RBI-র

এখনকার দিনে নূন্যতম ৫ লাখ টাকার কমে গাড়ি কেনা যায় না। তাই গাড়ি কেনার জন্যও অনেকে লোন নিয়ে থাকেন। আসুন জনা যাক ৫ লাখ টাকার কার লোন নেওয়ার জন্য সুদ সহ মোট কত টাকা শোধ করতে হবে?

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,State Bank of India,কার লোন,Car Loan,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

কেউ যদি SBI থেকে গাড়ি কেনার জন্য ৫ বছরের জন্য ৫ লক্ষ টাকার লোন নেন তাহলে সেই লোনের উপর বার্ষিক ৯.৭০ শতাংশ সুদের হার ধার্য্য করা হবে। কিন্তু  সিভিল স্কোর (Civil Score) ভালো হলে, সুদের হার ৮.৮৫ শতাংশ হতে পারে।

SBI Car Loan ক্যালকুলেটর অনুযায়ী কেউ যদি ৮.৮৫ শতাংশ সুদের হারে ৫ বছরের জন্য লোন নেন তবে তাকে প্রতি মাসে ১০,৩৪৩ টাকা EMI দিতে হবে। অর্থাৎ সেক্ষত্রে  ১ বছরে মোট EMI-এর পরিমাণ হবে ১,২০,৫৬৯ টাকা আর ৫ বছরে সেই টাকার পরিমাণ হবে ৬,২০,৫৬৯ টাকা।