মাত্র ১০ হাজার টাকায় শুরু করুন মোমবাতির এই ইউনিক ব্যবসা, বাড়িতে বসেই কামাবেন কয়েক হাজার টাকা

নিউজশর্ট ডেস্কঃ বর্তমান সময়ে চাকরির বাজার খুব খারাপ। এমনকি সরকারি চাকরি পাওয়া যেমন ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ঠিক তেমনি বেসরকারি চাকরি টিকিয়ে রাখা ভাগ্যের ব্যাপার। আর তাই এই ধরনের ঝুঁকি না নিয়ে অনেক মানুষই এখন ব্যবসার ঝুঁকি নিতে চাইছেন। তবে সব ব্যবসার ক্ষেত্রেই যে ঝুঁকি থাকে এমনটা কিন্তু নয়, সঠিকভাবে পরিকল্পনা করে যদি কোন ব্যবসা শুরু করতে পারেন তাহলে সেই ব্যবসাতে ঝুঁকির সম্ভাবনা কম থাকে।

আজকের এই প্রতিবেদনে আপনাদের এমন একটি ব্যবসার(Business Idea) সম্পর্কে জানাবো। যেটির চাহিদা মার্কেটে সারা বছর থাকে আর সঠিকভাবে এই ব্যবসা করতে পারলে প্রচুর টাকা উপার্জন করা সম্ভব হয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই নতুন ব্যবসা সম্পর্কে। আজকের এই প্রতিবেদনে আমরা কথা বলব মোমবাতির ব্যবসা(Candle Light Business) নিয়ে। এখনকার দিনে মোমবাতি শুধুমাত্র আলো জ্বালানোর ক্ষেত্রে বা ঠাকুরের সামনে নিবেদনের জন্য যে ব্যবহার করা হয় এমন কিন্তু নয়।

এমন কিছু ধরনের মোমবাতি এখন বাজারে পাওয়া যায় যেটি শোপিস্ হিসেবে বিক্রি হয়। অর্থাৎ আপনি ঘর সাজানোর উপকরণ হিসেবে মোমবাতিকে ব্যবহার করতে পারেন। মোমবাতি বানানোর জন্য যে প্রচুর টাকা ইনভেস্ট করার প্রয়োজন হয় এমনটাও কিন্তু নয়, খুব সামান্য কিছু জিনিসপত্র লাগে যেগুলো জোগাড় করতে পারলে আপনি অল্প পুঁজি দিয়েও ধীরে ধীরে আপনার ব্যবসা শুরু করতে পারেন এবং পরবর্তীকালে যখন আপনার ব্যবসা বাড়বে তখন আপনি আরো পুঁজি লাগিয়ে আপনার ব্যবসা বড় করতে পারেন।

আরও পড়ুন: শুধু লাভ আর লাভ, টমেটো দিয়ে শুরু করুন এই ইউনিক ব্যবসা, মাসে ঘরে ঢুকবে লাখ টাকা

মোমবাতি বানানোর ক্ষেত্রে যে সমস্ত কাঁচামালগুলো লাগে সেগুলো আপনি পাইকারি দোকান থেকে নিয়ে নিতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার বাজেট কিছুটা কম হবে। কি কি কাঁচামালের প্রয়োজন হয় মোমবাতি বানানোর জন্য?
মোমবাতি বানানোর জন্য প্রয়োজন হয় কাঁচা মোম, মোম গলানোর পাত্র, মোমবাতির সুতো, বিভিন্ন রকমের রং, ক্যাস্টর অয়েল, সুগন্ধি দ্রব্য, ওভেন ও থার্মোমিটার। আপনি এই ব্যবসা শুরু করতে পারলে মোটামুটি ১০/১০ বা ১২/ ১২ মাপের একটি ছোট ঘর থেকেও শুরু করতে পারেন। আপনি যদি মোমবাতি বানানোর জন্য অটোমেটিক মেশিন ব্যবহার করে থাকেন তাহলে ১৫ মিনিটের মধ্যে ৩০০ থেকে ৪০০ মোমবাতি তৈরি হয়ে যাবে। এমনকি ম্যানুয়ালি এই মোমবাতি তৈরি করা যায়।

আপনি আপনার ব্যবসার ক্ষেত্রে আপনার সুবিধা মত বেশ কয়েকজন কর্মচারী কাজে লাগাতে পারেন। মাত্র ১০ থেকে ৩০ হাজার টাকার মধ্যেও ছোট থেকে মাঝারি রকমের ব্যবসা আপনি শুরু করতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে মোম গলানোর ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে এই ব্যবসা শুরু করার আগেও আপনাকে অবশ্যই কোম্পানির নাম অনুসারে একটি রেজিস্ট্রেশন করে নিতে হবে। আপনি অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রেই আপনার মোমবাতি বিক্রি করতে পারেন। আগেই বলেছি শুধুমাত্র যে আলো জ্বালানোর মোমবাতি তৈরি করবেন এমনটা নয় আধুনিক স্টাইলে কিছু মোমবাতি তৈরি করুন তাহলে আপনার লাভ আরো বেশি হবে।  ছোট স্তর থেকে আপনি যদি ব্যবসা শুরু করেন তাহলেও প্রত্যেক মাসে আপনি কম করে ৩০ থেকে ৪০ হাজার টাকা উপার্জন করতে পারবেন। আর বড় স্থানে যখন আপনার ব্যবসা যাবে তখন বুঝতেই পারছেন আপনার লাভ আরো বেশি হবে।

Papiya Paul

X