নিউজ শর্ট ডেস্ক: বাংলা ইন্ডাস্ট্রির (Tollywood) অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা হলেন শুভাশিস মুখোপাধ্যায় (Subhasish Mukherjee)। যদিও বাংলা সিরিয়াল সিনেমা প্রেমীদের কাছে তিনি কৌতুক অভিনেতা হিসেবেই বেশি জনপ্রিয়। তবে ইদানিং তাঁকে বাংলা সিনেমায় সেভাবে দেখা না গেলেও অভিনেতাকে মাঝেমধ্যেই দেখা যায় বাংলা সিরিয়ালের বিভিন্ন ধরনের পার্শ্ব চরিত্রে।
প্রত্যেক বছর দোল মানেই এই অভিনেতার কাছে একটা বিশেষ দিন। আর এই দিনে তিনি কখনই কলকাতায় থাকেন না। তাই প্রত্যেক বছর দোল আসলেই কলকাতা ছেড়ে বসন্ত উৎসবের আমেজ চেটেপুটে উপভোগ করতে তিনি পৌঁছে যান কবিগুরু রবি ঠাকুরের দেশে অর্থাৎ শান্তিনিকেতনে। সেখানে অভিনেতার নিজস্ব একটা বাড়িও আছে।
প্রত্যেক বরের মতো এবারও সেখানেই সস্ত্রীক দোল কাটাচ্ছেন অভিনেতা। সম্প্রতি এ প্রসঙ্গে টিভি নাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে রসিকতা করে অভিনেতা জানিয়েছেন ‘আমি একা আসিনি, তিনি থাকতে একা আসব কেন! তাঁকে ছাড়া কি চলা যায়?’ আসলে অভিনেতার এই ‘তিনি’ হলেন তাঁর স্ত্রী তথা নাট্য ব্যক্তিত্ব ঈশিতা মুখোপাধ্যায় (Ishita Mukhopadhyay)।
নাটকের সূত্রেই প্রথম পরিচয় হয়েছিল তাঁদের। বহু বছর বিয়ে হয়েছে তাঁদের। কিন্তু তাতে কি! তাঁদের প্রেম কমেনি এক ফোঁটাও। আলাপ-প্রেম থেকে বিয়ে প্রায় ৪ দশকের সম্পর্ক তাঁদের। ১৯৯৬ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। এদিন স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা দরাজ সার্টিফিকেট দিয়ে বলেন, ‘ওর মতো মেয়ে হয় না। আমি ভাগ্যবান।’
আরও পড়ুন: এবার ঝড় উঠবে TRP তালিকায়! ‘গোয়েন্দা গিন্নি ২’ নিয়ে ফিরছেন ইন্দ্রানী হালদার
তবে তাঁদের সংসার সুখের হলেও থেকে গিয়েছে একটাই অসম্পূর্ণতা । আসলে -ঈশিতা নিঃসন্তান। তবে তা নিয়ে কোনো আফসোস নেই অভিনেতার। তাঁর কথায় ‘আমি বাবা হতে পারিনি তো কী আছে। তবে আমার দুঃখ নেই। দিব্যি আছি আমি আর ঈশিতা।’ সেইসাথে এদিন তিনি স্ত্রী ঈশিতা মুখোপাধ্যায়কে আদর্শ জীবনসঙ্গী বলেই দিয়েছেন ফুল মার্কস।