নিউজ শর্ট ডেস্ক: বাংলা সিনেমার (Bengali Cinema) প্রথম সারির একজন অভিনেত্রী হলেন দেবশ্রী রায় (Deboshree Roy)। বিগত বেশ কয়েক দশক ধরে বাংলা সিনেমার দর্শকদের তিনি উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট সিনেমা। টলিউডে (Tollywood) খুব অল্প বয়স থেকেই অভিনয়ের হাতে খড়ি হয়েছিল দেবশ্রী রায়ের। অভিনয়ের পাশাপাশি নাচেও দারুণ পারদর্শী তিনি। তবে আজকের এই সাফল্য কিন্তু একদিনে আসেনি।
একটা সময় খুব স্ট্রাগল করেই নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন দেবশ্রী। কোন তারকা সন্তান না হওয়ায় শুরু থেকেই পথটা একেবারেই মসৃণ ছিল না তাঁর । সম্প্রতি বাংলা সিনেমার এই ‘কলকাতা রসগোল্লা’ তারকা আনন্দবাজার অনলাইনে সাথে এক খোলামেলা সাক্ষাৎকারে বসেছিলেন। সেখানে তিনি জানিয়েছেন তাঁর অভিনয় জীবনের স্ট্রাগল থেকে শুরু করে ট্রেন্ডে গা না ভাসিয়েও কিভাবে তিনি আজও বাংলা ইন্ডাস্ট্রিতে নিজের দাপট বজায় রেখেছেন।
এদিন অভিনেত্রীর কথায় জানা যায় তাঁর কাছে প্রচুর কাজের প্রস্তাব আসলেও তিনি প্রচুর ‘না’ বলেন। আসলে কেরিয়ারের শুরু থেকেই খুবই বেছে কাজ করেন দেবশ্রী। এ প্রসঙ্গে এদিনের সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন ‘কেরিয়ারের শুরু থেকেই বেছে কাজ করতে পছন্দ করি। ‘উনিশে এপ্রিল’ জাতীয় পুরস্কার পাওয়ার পর আমার দায়িত্ব বেড়ে যায়। খুব ছোট বয়সে অভিনয় শুরু করি। এখনও কিন্তু অনুরাগীরা আমার অভিনয় দেখার জন্য অপেক্ষা করেন। কাজ করার জন্য যে কোনও চরিত্রে রাজি হতে পারব না।’
তাই এখনকার ইন্ডাস্ট্রিতে প্রাসঙ্গিক থাকার জন্য ট্রেন্ডে গা ভাসিয়ে অন্যান্য নায়িকাদের মতো সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকতে একেবারেই পছন্দ করেন না অভিনেত্রী। তাঁর কথায় ‘মাজমাধ্যমে থাকিও না। রিলও বানাই না! রোজ কথা বলতেই হবে, তা হলে আমি থাকব না হলে হারিয়ে যাব— এই ধারণায় আমি বিশ্বাস করি না। প্রচলিত ট্রেন্ডে গা ভাসাতে রাজি নই। পোষ্যদের নিয়ে কাজে ব্যস্ত থাকি। দিব্যি আছি। ছ’মাস বাড়িতে বসে থাকলেও ক্ষতি নেই। তাতে দেবশ্রী রায় হারিয়ে যাবে না, দেবশ্রী রায় থাকবে।’
আরও পড়ুন: ডেবিট কার্ড থাকলেই বিনামূল্যে পাবেন ৩ কোটি টাকা! কিভাবে পাবেন এই সুবিধা?
আজকের দেবশ্রী রায় হয়ে ওঠার জন্য একসময় ব্যাপক স্ট্রাগল করেছেন অভিনেত্রী। সেকথা জানিয়ে এদিন অভিনেত্রী বলেন,’প্রচুর লড়াই করে নিজের জায়গা তৈরি করেছিলাম। তারকা-কন্যা নই। হঠাৎ হাতে চাঁদও পেয়ে যাইনি।’ কিন্তু পদ্মশ্রী না পাওয়ার জন্য এদিন বেশ খানিক আফসোস-ও ঝরে পড়ল অভিনেত্রীর গলায়।
তাঁর কথায় ‘কিন্তু তাতে আর কী হল? দেবশ্রী রায় কি পদ্মশ্রী পেয়েছেন? না পাননি। এখান থেকে আমি অন্য কোনও সেরার সম্মানও পাইনি। জাতীয় পুরস্কারজয়ী এবং আন্তর্জাতিক পরিচিতি পাওয়া দেবশ্রী রায়কে হয়তো ওগুলো দেওয়া যায় না।’ তবে তার জন্য কিন্তু কোনো আফসোসও নেই তাঁর। দেবশ্রীর কথায় ‘এখন সমাজটাই এ রকম হয়ে গিয়েছে। আমার পুরস্কার দর্শকের ভালবাসা।’