নিউজ শর্ট ডেস্ক: রোজকার বাংলা সিরিয়ালের (Bengali Serial) পাশাপাশি দর্শকদের স্বাদ বাদলের জন্য সারা সপ্তাহ জুড়েই জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত হয় বিভিন্ন ধরনের রিয়ালিটি শো। যার মধ্যে অন্যতম হলো জি বাংলার জনপ্রিয় গেম শো ‘ঘরে ঘরে জি বাংলা’ (Ghore Ghore Zee Bangla)। সারা সপ্তাহ ধরে নবাংলার বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি বিভিন্ন পরিবারে গিয়ে তাদের জীবন সংগ্রামের কাহিনী তুলে ধরা হয় এই রিয়েলিটি শো’তে।
যার সঞ্চালনায় বেশিরভাগ সময় দেখা যায় অভিনেতা বিশ্বনাথ বসু এবং অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে। সম্প্রতি ঘরে ঘরে জি বাংলার ফুল টিম নিয়েই বাংলা বিনোদন জগতের বর্ষীয়ান অভিনেত্রী কল্যাণী মন্ডলের (Kalyani Mondal) বাড়িতে পৌঁছে গিয়েছিলেন অভিনেতা বিশ্বনাথ বসু (Biswanath Basu)। প্রসঙ্গত এই বর্ষীয়ান অভিনেত্রীকে পর্দায় শেষবার দেখা গিয়েছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘ইচ্ছে পুতুল’-এ মেঘ-নীলের ঠাম্মির চরিত্রে।
সদ্য টিভির পর্দা এই ধারাবাহিকের সম্প্রচার শেষ হয়েছে। এদিন অভিনেত্রী কল্যাণী মন্ডলের বাড়িতে বসেই আড্ডা জমিয়েছিলেন সঞ্চালক তথা অভিনেতা বিশ্বনাথ বসু। প্রসঙ্গত ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে ৫ দশক অর্থাৎ ৫০ বছর পার করে ফেলেছেন এই বর্ষীয়ান অভিনেত্রী।
অভিনেত্রীর নিজের কথায় ‘পাঁচ দশক ধরে অভিনয় করে, মানুষের মন জয় করে গড়ে তুলেছি আমার এই ঘর সংসার।’ তবে জানলে অবাক হবেন এতদিনের কেরিয়ারে কোনও বন্ধু-বান্ধব নেই এই বর্ষীয়ান অভিনেত্রীর। তাই এদিন অভিনেতা বিশ্বনাথ বসু যখন তাঁর কাছে জানতে চান ‘ইন্ডাস্ট্রিতে কোনও বিশেষ বন্ধু আছে তোমার? যার সঙ্গে খুব যোগাযোগ ছিল?’
আরও পড়ুন: এবার দেওরের ফুলশয্যায় বউয়ের সঙ্গে বউদি ফ্রী! ‘কার কাছে কই’ ঘিরে নিন্দার ঝড়
View this post on Instagram
এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘ আমার বন্ধু বলতে আমি ছেলেদের খুব পছন্দ করি। আমার পরনিন্দা পরচর্চা করতে ভালো লাগে না। ওরা খুব মন খুলে কথা বলে। আমার ওদের সঙ্গে তাই খুব মেলে। আমাদের ওদের ওই হইহুল্লোড় মেলে। আমি হইহই করে বাঁচতে ভালোবাসি। ফলে আমার ইন্ডাস্ট্রিতে আমার অরম বন্ধু বলে কেউ নেই।’