নিউজ শর্ট ডেস্ক: এই মুহূর্তে বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা হলেন অর্কপ্রভ রায় (Arkaprabha Roy)। যদিও ছোট পর্দার দর্শকদের কাছে তিনি স্টার জলসার (Star Jalsha) ‘তোমাদের রাণী’ (Tomader Rani) সিরিয়ালের দুর্জয় (Durjoy) নামেই বেশি জনপ্রিয়। প্রসঙ্গত টেলিভিশনের পর্দায় এটাই অর্কপ্রভা অভিনীত প্রথম বাংলা ধারাবাহিক।
এই সিরিয়ালে তাঁর বিপরীতে প্রধান নায়িকা রাণীর ভূমিকায় অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী অভিকা মালাকার। প্রথম সিরিয়ালেই দুর্জয় এবং রাণী জুটির রসায়ন ব্যাপক সাড়া ফেলেছে দর্শক মহলে। সিরিয়ালে দুর্জয় একজন একজন রাগী ডাক্তার।
প্রথম সিরিয়ালের হাত ধরে খুব অল্প দিনেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অর্কপ্রভ। কিন্তু বাস্তব জীবনে তিনি নাকি কখনওই অভিনেতা হতে চাননি। সম্প্রতি এ প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনে দেওয়া এক সাক্ষাৎকারে অর্কপ্রভ জানিয়েছেন পর্দায় তাকে রাগী ডাক্তারের চরিত্রে দেখা গেলেও বাস্তবে তিনি একজন উকিল বা ক্রিয়েটিভ ডিরেক্টর হতে চেয়েছিলেন।
অর্কপ্রভর কথায়, “আমি উকিল হতে চেয়েছিলাম। কিন্তু উচ্চমাধ্যমিকে ফেল করি একবার। তারপর আর ফেল করার ভয়ে আইন নিয়ে পড়ার সাহস দেখাইনি।’ জানা যায় পর্দার দুর্জয় অভিনেতা অর্কপ্রভ গুরুদাস কলেজ থেকে জার্নালিজম এবং মাস কমিউনিকেশন নিয়ে অনার্স করেছেন।
তাই সেই প্রসঙ্গ ধরেই অর্কপ্রভ এদিন বললেন “চাইলে সাংবাদিকও হতে পারতাম। কিন্তু হইনি। আমি অভিনয়ে আসব যে সেটাও ভাবিনি। গান গাইতাম। এরপর জুনিয়র আর্টিস্ট, ক্যারেকটার আর্টিস্ট হিসেবে কাজ করেছি। মুম্বইতে দীর্ঘ সময় সহকারী পরিচালক হিসেবে কাজ করে যখন কলকাতায় এলাম কিছুদিনের জন্য ভাবলাম ক্রিয়েটিভ ডিরেক্টর বা সহকারী পরিচালকের কাজ খুঁজছিলাম। তখনই অভিনেতা হয়ে গেলাম ফাঁকে পড়ে।”