নিউজ শর্ট ডেস্ক: বাংলা বিনোদন (Tollywood) জগতের জনপ্রিয় একজন অভিনেতা হলেন পরান বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay)। বয়স তাঁর কাছে একটা সংখ্যা। তাই তো আশি পেরিয়েও হল নট আউট এই বর্ষীয়ান অভিনেতা। এই বয়সেও চুটিয়ে অভিনয় করে চলেছেন অভিনেতা। ইদানিং টলিউড অভিনেতা দেবের সাথে পরান বন্দ্যোপাধ্যায়ের জুটি সুপারহিট। টনিকের পর থেকেই দেব-পরান (Dev-Paran) জুটি নিয়ে এখন চলছে তুমুল চর্চা।
এবার ২২ ডিসেম্বর আসছে দেব পরান জুটির সিনেমা ‘প্রধান'(Pradhan)। এই নতুন সিনেমায় পরাণ বন্দ্যোপাধ্যায়কে একজন স্কুল মাস্টারের চরিত্রে দেখা যাবে। সিনেমায় তাঁর স্ত্রীর চরিত্রে দেখা যাবে মমতা শঙ্করকে। আসন্ন সিনেমায় দেবকে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। তাঁর স্ত্রী রুমির ভূমিকায় রয়েছেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা সোহম চক্রবর্তী, এবং অনির্বাণ চক্রবর্তীকে।
একঝাঁক বাংলা সিরিয়ালের ভিড়েই এই মুহূর্তে জি বাংলার একটি জনপ্রিয় গেম শো হয়ে উঠেছে ‘ঘরে ঘরে জি বাংলা’। এই জনপ্রিয় গেম শোটি সঞ্চালনার দায়িত্ব রয়েছেন জনপ্রিয় অভিনেতা বিশ্বনাথ বসু এবং অভিনেত্রী অপরাজিতা আঢ্য। বড় পর্দায় প্রধান আসার আগেই এবার এই ‘ঘরে ঘরে জি বাংলা’র টিম বর্ষীয়ান অভিনেতা পরান বন্দপাধ্যায়ের বাড়িতে হাজির হলেন সঞ্চালক বিশ্বনাথ বসু।
সেখানেই নিজের জীবনের নানান অজানা গল্প ভাগ করে নিলেন অভিনেতা। উঠে এলো তাঁর নামের নেপথ্যে থাকা অজানা কাহিনীও। সদ্য প্রকাশ্যে এসেছে এই এপিসোডের একটি প্রোমো ভিডিও। সেখানে দেখা যাচ্ছে অভিনেতা স্মৃতির সরণি বেয়ে ছোটবেলার কথা বলতে গিয়ে জীবনের নানান নেপথ্য কাহিনী শোনাচ্ছেন।
আরও পড়ুন: অবশেষে ফাঁস আসল সত্যি! অনস্ক্রিন জামাইবাবুর সাথে প্রেমের জল্পনায় শিলমোহর দিলেন উর্মি?
এদিন পরাণ বন্দ্যোপাধ্যায় জানান, ‘আমার যখন পাঁচ মাস বয়স তখন আমার মা মারা যান। আমার বাবা তখন আমায় তাঁর এক পিসতুতো বোনের কাছে আমায় দিয়ে দেন। ব্যাস, শেষ জীবন পর্যন্ত সেই আমার মা।’ এরপর তিনি তাঁর এই নামের গল্প জানিয়ে বলেন, ‘তিনি আমায় বুকের ধন রে, ওরে আমার পরাণ বলে ডাকতেন। সেই থেকেই আমার নাম হয়ে গেল পরাণ।’