Smallest Country

Smallest Country: আকারে ছোট, কিন্তু আয় প্রচুর, বিশ্বের এই দেশে সবাই কোটিপতি, নাম জানেন?

নিউজ শর্ট ডেস্ক: গোটা বিশ্বের মানচিত্রে সবচেয়ে ক্ষুদ্রতম দেশ (Smallest Country) হিসেবে পরিচিত ভ্যাটিকন সিটি (Vatican City)। যাকে পৃথিবীর মানচিত্রে খুঁজে পাওয়া দুষ্কর। তবে এই ভ্যাটিকন  সিটি ছাড়াও আয়তনের দিক দিয়ে বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশের তালিকায় নাম রয়েছে  ইউরোপের দেশ মোনাকোর (Menaco)। 

সবচেয়ে আশ্চর্য্যের বিষয় হল আয়তনে ক্ষুদ্র হলেও জিডিপির নিরিখে গোটা বিশ্বে এই দেশের ধরে কাছে নেই কেউ। এমনকি বিশ্বের প্রবল শক্তিধর দেশ আমেরিকাও  পিছিয়ে এই ছোট্ট দেশ মোনাকোর থেকে। বিভিন্ন রিপোর্ট থেকে জানা গিয়েছে এই দেশে প্রতি তিন জনের মধ্যে একজন কোটিপতি থাকেন।

কিন্তু এত ছোট্ট দেশের মানুষদের এত টাকা আয়ের উৎস কি? মোট ২.০৮ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই দেশের  মোট জনসংখ্যা মাত্র ৩৯ হাজার ৫০ জন। ইউরোপিয়ান এই দেশের সরকারি ভাষা ফরাসি। আর এখানে মূলত মুদ্রা হিসেবে ইউরোই প্রচলিত রয়েছে।

মোনাকো,Monaco,ইউরোপ,Europe,আমেরিকা,America,ক্ষুদ্রতম দেশ,Smallest Country,বড়লোক দেশ,Richest Country,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

ভূমধ্যসাগরের ইতালী ও ফ্রান্সের মধ্যে অবস্থিত এই দেশটি আয়তনের দিক দিয়ে বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হলেও এই দেশের জনসংখ্যার প্রতি তিন তৃতীয়াংশের একজন কোটিপতি।  অর্থাৎ তিনজনের মধ্যে প্রত্যেকেরই নেট মূল্য ১০ লাখ ডলার অর্থাৎ৮ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার ১০০ টাকা।

আরও পড়ুন: টাকার চিন্তা ছাড়ুন! বিপদ এড়াতে AC কিনেই সেরে ফেলুন এই কাজ, নাহলে হতে পারে মৃত্যুও! 

এই দেশের মাথাপিছু জিডিপি-ও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। এই দেশের প্রত্যেক  মানুষের মাথাপিছু আয় ২ কোটি টাকা।মোনাকোর অর্থনৈতিক পরিকাঠামোর মূল ভিত্তি-ই হল পর্যটন কেন্দ্র এবং ব্যাঙ্কিং শিল্প। দেশের বহু ধনী ব্যক্তি এই দেশে ঘুরতে আসেন।

তবে জানলে অবাক হবেন এই দেশে ব্যাঙ্কিং খাতে কোনো আয়কর দিতে হয় না। এছাড়াও ব্যক্তি ও অন্যান্য সংস্থার উপরেও কম আয়কর দিতে হয়। মোনাকোর পাইকারি বাণিজ্যে জিডিপি ১০ শতাংশ, আর নির্মাণ খাতে জিডিপি ৯.১ শতাংশ এবং রিয়েল এস্টেট কার্যক্রমে জিডিপি রয়েছে ৭.৮%।

মোনাকো,Monaco,ইউরোপ,Europe,আমেরিকা,America,ক্ষুদ্রতম দেশ,Smallest Country,বড়লোক দেশ,Richest Country,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

পর্যটনের দিক দিয়ে মোনাকোর ক্যাসিনো সংস্কৃতিই হল এখানকার প্রধান আকর্ষণ। ১৮৬৫ সালে প্রথম শুরু হয়েছিল এখানকার মন্টে কার্লো ক্যাসিনো। এই ক্ষুদ্রতম দেশেই হল বিশ্বের বিখ্যাত ব্যক্তিদের বাসস্থান। মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই এখানে অনেক হলিউড সিনেমার শুটিংও হয়েছে।

Avatar

anita

X