নিউজ শর্ট ডেস্ক: টাকা (Money) ছাড়া দুনিয়াটাই এখন অচল। তবে রোজকার জীবনে ইদানিং আমাদের দেশের বেশিরভাগ মানুষেরই ভরসা অনলাইন পেমেন্ট। তাই ইউপিআই চালু হওয়ার পরে নগদ টাকা ব্যবহার আগের তুলনায় কমে গেলেও আজও এমন অনেকেই আছেন যারা টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে কিংবা জিনিসপত্র কেনাকাটা করতে ভরসা করেন নগদের ওপরেই।
তবে অনেকেই হয়তো জানেন না ভারতীয় নোটের বেশ কিছু বিশেষত্ত্ব-ও রয়েছে। আসুন জানা যাক ভারতীয় নোট (Indian Money) সম্পর্কিত এমনই বেশকিছু অবাক করা তথ্য। এই যেমন অনেকেই মনে করেন ভারতীয় নোট কাগজের তৈরি। কিন্তু কখনও ভেবে দেখেছেন কোন কাগজ থেকে এই ১০, ২০, ৫০, ১০০ ও ৫০০ টাকার নোট তৈরি হয়?
আসলে ভারতীয় নোট কোনো কাগজেই তৈরী হয় না। কারণ সেক্ষত্রে নোটগুলো জলে ভিজে যাওয়ার পাশাপাশি দুমড়ে মুচড়ে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই নোটগুলি কাগজ দিয়ে নয় বরং ১০০ শতাংশ তুলো দিয়ে তৈরি করা হয়। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে তাদের ওয়েবসাইটেই এই তথ্য জানানো হয়েছে।
তুলোর ফাইবারে লেনিন নামে এক বিশেষ ধরনের ফাইবার পাওয়া যায়। এছাড়া নোট তৈরির সময় গ্যাটলিন এবং আঠালো দ্রবণও ব্যবহার করা হয়। এই কারণে, ভারতীয় নোট সহজে নষ্ট হয় না। এছাড়া নোট ছাপানোর সময় অনেক বিভিন্ন ধরণের সিকিউরিটি ফিচার যোগ করা হয়, যাতে জাল নোট তৈরি করা না যায়।
আরও পড়ুন: এবার কমবে ভিড়, বাংলায় চালু হল আরও একটি নতুন ট্রেন! জানেন কোন রুটে চলবে?
যার মধ্যে অন্যতম সিকিউরিটি সুরক্ষা থ্রেড, রিজার্ভ ব্যাঙ্কের সীল, আরবিআই-এর গভর্নরের স্বাক্ষর, ওয়াটার মার্ক এবং ইলেক্ট্রোটাইপ ওয়াটার মার্ক, মাইক্রো লেটারিং ইত্যাদি। শুধু তাই নয় অনেকেই হয়তো খেয়াল করেননি ভারতীয় মুদ্রার প্রতিটি নোটেই আছে একাধিক ভাষা।জানা ভারতীয় নোটে মোট ১৫টি ভাষা রয়েছে।