টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি নীল ও তৃণা। চলতি বছরের শুরুর দিকেই সাত পাকে বাঁধা পরেন এই সেলেব জুটি। দীর্ঘ ১০ বছরের প্রেম পায় পরিণতি। বিয়ের পরেও জমিয়ে কাজ করে চলেছেন এই জুটি। দুজনেই আলাদা আলাদা ধারাবাহিকে কাজ করেন। এখনও একসাথে তাদের কোনো সিরিয়াল বা সিনেমাতে দেখা যায়নি। যদিও আগামী দিনে একসাথে দেখার জন্য মুখিয়ে আছেন অনুরাগীরা। এই জুটি সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয়।
মাঝেমধ্যে একসাথে রিল ভিডিও বানিয়ে পোস্ট করেন ইনস্টাগ্রামে। তাদের এই ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। সম্প্রতি নীল ও তৃণাকে আরেক অভিনেত্রী অলকানন্দা গুহর সাথে ভিডিও করতে দেখা গিয়েছে। এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অলকানন্দা। যেখানে দেখা যাচ্ছে, “ওহ বয় ইউ আর মাইন” গানে নাচছেন এই তিনজন। যদিও নাচানাচি না করে দুই অভিনেত্রী নীলকে মাঝে রেখে টানাটানিতে ব্যস্ত।
এই ভিডিও দেখে হেসে কুপোকাত ফ্যানেরা। অনেকেই মজাদার সব কমেন্ট করেছেন। পোস্ট হওয়া মাত্রই ভাইরাল হতে সময় নেয়নি এই ভিডিও। খুব শীঘ্রই সাত পাকে বাঁধা পরবেন অলকানন্দা। ইতিমধ্যেই সেরে ফেলেছেন ব্যাচেলর পার্টিও। আর এবার নীল-তৃণার সাথে জমিয়ে মজা করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। চলুন দেখে নেওয়া যাক, মজাদার সেই ভিডিও-
View this post on Instagram