Amazon Prime Video Mirzapur Season 3 Cast and their Fees

Partha

কেউ লাখ তো কেউ কোটি! ‘মির্জাপুর সিজন ৩’র তারকাদের পারিশ্রমিক শুনলে বিষম খাবেন

নিউজশর্ট ডেস্কঃ সময়ের সাথে মানুষের বিনোদনের ধরণ ও মাধ্যম দুটোই বদলেছে। ডিজিটাল ইন্ডিয়ার যুগে সিনেমা হল নয় বরং ওটিটি (OTT) প্লাটফর্মে রিলিজ করছে ধামাকেদার কাহিনীর সব ছবি ও ওয়েব সিরিজ (Web Series)। এমনই একটি ব্যাপক জনপ্রিয় ওয়েব সিরিজ হল ‘মির্জাপুর’। অ্যামাজন প্রাইম ভিডিওর (Amazon Prime Video) এই সিরিজের প্রথম দুই পর্বই সুপারহিট ছিল, আর তৃতীয় পর্বের জন্য অধীর অপেক্ষায় আছেন নেটিজেনরা। অবশেষে আগামীকাল অর্থাৎ ৫ই জুলাই রিলিজ হচ্ছে ‘মির্জাপুর ৩’ (Mirzapur Season 3)

   

মির্জাপুর সকলে জানেন মুন্না ভাইয়া, কালীন ভাইয়া কিন্তু এবারের সিজেনের ট্রেলারে দেখা মেলেনি মুন্না ভাইয়ার। যে কারণে নেটিজেনদের অনেকেই সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ জানিয়েছিলেন। তবে চমক তো আছে, কারণ এই সিজেনে মির্জাপুরের সাথে পঞ্চায়েত এর ক্রসওভার দেখা যাবে বলে জানা গিয়েছে। এত গেল সিরিজের কাহিনী, কিন্তু অভিনয়ের জন্য কত টাকা পেলেন তারকারা জানেন? বলাবাহুল্য যে গত দুই সিজেনের থেকে বেশি তাকাই পেয়েছেন, তবে সেটা ঠিক কত? চলুন জেনে নেওয়া যাক।

মির্জাপুর সিজেন ৩ এর কাস্ট ও পারিশ্রমিক

অফিসিয়াল ভাবে তথ্য প্রকাশ না করলেও মিডিয়া রিপোর্টে ‘মির্জাপুর সিজেন ৩’ এর পারিশ্রমিক সম্পর্কে ধারনা পাওয়া গিয়েছে। বীনা ত্রিপাঠী অর্থাৎ কালীন ভাইয়ার স্ত্রীর চরিত্রের জন্য এপিসোড পিছু ২ লক্ষ টাকা পেয়েছেন রাসিকা দুগ্গাল। অন্যদিকে গল্পের মূল চরিত্রের মধ্যে অন্যতম আলী ফজল সিজেন ২তে পর্ব পিছু ৪ লক্ষ পেলেও এবারের সিজেনে ১২ লক্ষ টাকা পেয়েছেন।

miirzapur season 3

আরও পড়ুনঃ মন থেকেও বড়লোক! ৫০ গরিব ছেলে-মেয়ের বিয়ে দিয়ে উপহারে ভরিয়ে দিল আম্বানি পরিবার

আগেই বলেছি এবারের সিজেনে পঞ্চায়েত এর সাথে মিল পাওয়া যাবে। তাই মির্জাপুর সিজেন তিনে থাকবেন অভিনেতা জিতেন্দ্র কুমার। ক্যামিও চরিত্রেই দেখা যাবে তাকে। তবে তার পারিশ্রমিক জানা যায়নি এখনও। এবার আসা যাক গল্পের মূল চরিত্র কালীন ভাইয়া তথা পঙ্কজ ত্রিপাঠির কাছে।

যেমনটা জানা যাচ্ছে ‘মির্জাপুর ২’ এর জন্যই ১০ কোটি টাকা চার্জ করেছিলেন তিনি। তবে এবার সেটা আরও কিছুটা বেড়েছে। তবে সঠিক টাকার অঙ্কটা এখনও জানা যায়নি। গল্পের আরেকটি গুরুত্বপূর্ন চরিত্র ছিল গোলু। গোলু চরিত্রের জন্য প্রতি পর্বে ২.২ লক্ষ টাকা নিয়েছেন শ্বেতা ত্রিপাঠি।