Koushik Dutta

ট্রাম্প না থাকলেও সুবিধা হবে না চিনের, জিন পিং-দের ‘ঠগ’ বলেছেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট

ডোনাল্ড ট্রাম্প হেরে যাওয়ায় অনেকেই নতুন করে গণনা শুরু করেছেন নিজেদের ভাগ্য। কেউ কেউ ভেবেছিলেন ট্রাম্প না থাকায় চিনের সঙ্গেও হয়তো ভালো সম্পর্ক ফিরে আসবে আমেরিকার। বিডেনও চিনের প্রতি নরম মনোভাব দেখিয়েছেন পূর্বে। কিন্তু জো বিডেনও এরই মাঝে বলেছেন, ‘চিনা প্রেসিডেন্ট ঠগ। সেখানকার নাগরিক এবং সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার চলছে তা মর্মান্তিক। ‘