ঘূর্ণিঝড় মোকাবিলায় অর্থ সাহায্য নিয়ে শুরু কেন্দ্র-রাজ্য সংঘাত

ফের একবার কেন্দ্র-রাজ্য সঙ্ঘাত চরমে উঠল। ঘূর্ণিঝড় ইয়াশ মোকাবিলা করার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে উড়িষ্যা, অন্ধ্র প্রদেশ এবং পশ্চিমবঙ্গ এই তিনটি রাজ্য অগ্রিম অর্থ সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। উড়িষ্যা এবং অন্ধপ্রদেশ এই দুটি রাজ্যকে 600 কোটি টাকা আর্থিক সাহায্য করার কথা জানালেও পশ্চিমবঙ্গ কে 400 কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আর এই নিয়েই শুরু কেন্দ্র-রাজ্য সংঘাত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অমিত শাহ কে বলেন ওড়িশা এবং অন্ধপ্রদেশের থেকে বাংলা অনেক বড় রাজ্য তার সত্বেও কেন বাংলাকে বারবার আর্থিক দিক থেকে বঞ্চিত করা হচ্ছে? এটা একেবারেই ঠিক নয়।

Avatar

Koushik Dutta

X