অজান্তেই বড় ভুল করে ফেলেছেন বিগ বি। সোশ্যাল মিডিয়ায় ভুলের জন্য চাইলেন ক্ষমা। টুইট করে অভিনেতা লেখেন ,”টি 4515 – একটি ভয়ঙ্কর ত্রুটি! আমার সমস্ত টি নম্বর ভুল হয়েছে শেষের সঠিক টি-৪৫১৫-কে ছাড়া। তারপরের সবগুলো ভুল। টি ৫৪২৪, ৫৪২৫, ৫৪২৬, ৫৪২৭, ৫৪২৮, ৫৪২৯. ৫৪৩০-র হওয়া উচিত ছিল টি ৪৫১৫, ৪৫১৬, ৪৫১৭, ৪৫১৮, ৪৫১৯, ৪৫২০, ২৫২১। ক্ষমা চাইছি!!”
সবচেয়ে বড় বিষয় হল, অভিনেতা ক্ষমা চাওয়ার আগে অভিনেতার ভুল নজরেই আসেনি কারও। নেট দুনিয়ায় পড়ল হাসির রোল। বললেন, আমাদের ভুল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। সপ্তাহ শেষে ব্যালেন্স শিট ট্যালি করছিল না। আবার কেউ বললেন, আমার ঘুম হচ্ছিল না এতক্ষণ। আবার কেউ বললেন, কালকে মার্কেট ক্র্যাশ করে যাবে।
প্রতিদিনই কিছু কিছু ট্যুইট করেন বিগ বি। তবে, তাঁর টুইটের সবথেকে আকর্ষনীয় বিষয়টি হল, সব পোস্টের সঙ্গে নম্বর যোগ করেন তিনি। সাধারণত একে ‘T numbers’ বলা হয়ে থাকে।
- এবার এই নম্বরগুলোর ক্ষেত্রেই ওলোট পালোট করেছেন।এখনও অবধি ৪ হাজার পাঁচশো পনেরোটি টুইট করেছেন তিনি। শেষ টুইটের নম্বর ছিল টি-৪৫১৫, সেটি ঠিক লিখলেও এই টুইটেও ছোট্ট ভুল করে ফেলেছেন অভিনেতা। পরপর নম্বর দিতে গিয়েই ভুল করে ফেলেছেন তিনি। সেই কারণেই সমস্ত ভুল উল্লেখ করে ক্ষমা চাইলেন বিগ বি।