বলিউড (Bollywood ) হোক কিংবা টলিউড (Tollywood)। নায়ক-নায়িকার পাশাপাশি আরও একটি চরিত্র সব ক্ষেত্রেই লক্ষ করা যায়। এই চরিত্র না থাকলে জমেই উঠবে না ছবি। যে কোন ছবিকে জনপ্রিয় করতে বিশেষ অবদান থাকে ভিলেনের। তবে বলিউড বা টলিউড জগতে হাজারো খলনায়ক থাকলেও অমরেশ পুরির(Amrish Puri) নাম উঠে আসে সবার প্রথমেই। তার গলার কণ্ঠস্বর একেবারে খলনায়ক চরিত্রে অভিনয় করার জন্য পারফেক্ট।
‘মোগাম্ব খুশ হুয়া’ তাঁর এই সংলাপ মনে রেখেছেন আসমুদ্র হিমাচল। অভিনয় জগতে যে কোন খলনায়ককে টেক্কা দিতে পারতেন তিনি। তাঁর অভিনয় যথেষ্ট পছন্দ করতেন দর্শকরা। মারাঠি চলচ্চিত্র দিয়ে হাতেখড়ি হয় এই অভিনেতার। ২০০৫ সালের ১২ই জানুয়ারি ৭২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দেন অভিনেতা।
মারাঠি সিনেমা ‘শান্তাতা! কোর্ট চালু আহে’ ছবির হাত ধরেই অভিনয় জগতে প্রবেশ করেন তিনি। তাঁর প্রথম বলিউড সিনেমা ‘রেশমা অউর শেরা’। যদিও বক্স অফিসে মুক্তি পায়নি তাঁর এই ছবি। অভিনেতার প্রথম সিনেমা হিসেবে বক্স অফিসে মুক্তি পায় ‘প্রেম পূজারি’। সব মিলিয়ে প্রায় ৪০০ টি ছবিতে অভিনয় করেছেন তিনি।