Amrit Scheme will Pay womens 3000 rupees for training

Govt Scheme: ভুলে যান লক্ষীর ভান্ডার! অ্যাকাউন্টে টাকা ঢুকল বলে, প্রতি মাসে ৩০০০ পাবে মহিলারা

নিউজশর্ট ডেস্কঃ দারুন সুখবর! এবার মহিলারা সামান্য কাজের বদলেই পাবেন টাকা! আগামী ৭ দিনের মধ্যেই অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ৩০০০। কিন্তু কি করে? কি করতে হবে আর কি কে ঢুকবে টাকা? সমস্ত মহিলারা পাবেন নাকি কোনো আলাদা যোগ্যতা লাগবে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে।

ছোট থেকেই সকলকে পড়ানো ও বোঝানো হয়েছে যে জলই জীবন। এই পানীয় জলের গুরুত্ব বোঝানোর জন্যই ‘অমৃত যোজনা’ (Amrit Yojana) শুরু করেছে রাজ্য সরকার। এই প্রকল্পের দ্বারা বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের কানেকশন দেওয়া হচ্ছে। একইসাথে জের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা হচ্ছে মানুষকে। এই সচেতনতা প্রচার ও পানীয় জল পৌঁছে দেওয়ার কাজেই রাজ্যে মহিলা কর্মী নিয়োগ চলছে।

অমৃত যোজনায় কর্মরত মহিলাদের দায়িত্ব হল দরিদ্র পরিবারে পানীয় জলের সংযোগ প্রদান করা। তাছাড়া এই প্রকল্পের আওতায় স্থানীয় হ্রদ ও পুকুরে জল সংরক্ষণ সম্পর্কে বোঝানো হবে। এই সমস্ত কাজের প্রশিক্ষণের জন্য সপ্তাহে ৩০০০০ টাকা দেওয়া হবে। যেটা ৭ দিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে।

Government New Scheme Amrit 2.0

আরও পড়ুনঃ বড় খবর! শুধুই নয় চাল-গম, একসাথে আরও ৬টি প্রকল্পের সুবিধা পাবেন রেশন কার্ড হোল্ডারেরা!

তবে খারাপ খবর হল এই প্রকল্প পশ্চিমবঙ্গে এখনও চালু হয়নি। বর্তমানে উত্তরপ্রদেশে অমৃত ২.০ যোজনা চালু হয়েছে। যার ফলে মহিলারা যেমন কাজের মাধ্যমে হাতে কিছু টাকা পাচ্ছেন, তেমনি বিশুদ্ধ পানীয় জলের সংযোগও পাচ্ছেন। এতে করে সমাজ ও দরিদ্র মানুষ উভয়েরই উন্নতি হচ্ছে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেও রাজ্যের প্রতিটা বাড়িতে জলের সংযোগ পৌঁছে দেওয়ার জন্য ‘জল স্বপ্ন প্রকল্প’ (Jal Swapna Scheme) চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে ২০২৪ সালের ডিসেম্বর মাসের মধ্যে রাজ্যের সমস্ত ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে চান।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X