Additiya

‘সিনেমার জগত’ বলে সম্বোধন মিঠুনকে, মহাগুরুকে জড়িয়ে ধরে আবেগপ্রবণ অভিনেতা বিশ্বনাথ বসু

‘প্রজাপতি'(Prajapati) সিনেমা নন্দনে জায়গা না পাওয়া নিয়ে ক্রমশই চওড়া হয়েছে বিতর্ক। দেব-মিঠুনের এই সিনেমা নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক চর্চা। যদিও সমস্ত বিতর্কতে জল ঢেলে বক্স অফিসে নিজের জায়গা করে নিয়েছে বাংলা এই ছবি। দেবের বাবার চরিত্রে এই সিনেমায় ধরা দিয়েছেন মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty)। তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকদের। ছবি নিয়ে বিতর্ক থাকলেও টলিউড জগতের প্রায় সকলেই পাশে দাঁড়িয়েছিলেন মিঠুনের।

   

এমনকি মিঠুনের পাশে দাঁড়িয়েছিলেন স্বয়ং দেব। আর এবার মিঠুনকে জড়িয়ে ধরে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন অভিনেতা বিশ্বনাথ। মহাগুরুকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো মুখে ছবি পোস্ট করেছেন অভিনেতা বিশ্বনাথ। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘শুধু এইটুকুর জন্য সিনেমা জগতকে আঁকড়ে ধরে ছিলাম’।

অভিনেতার এই ছবি পোস্ট করার পরেই একাধিক কমেন্ট এসে ভিড় করেছে তাঁর কমেন্ট বক্সে। একজন লিখেছেন,’ সত্যি ইনি একসময়ের সুপারস্টার, আর আজ তাঁর অভিনয় নিয়ে প্রশ্ন তুলছেন কিছু মানুষ’। অন্য আরেক জন লিখেছেন, ‘ অসাধারন ছবি। বেশ মানিয়েছে আপনাদের’।

 
 
উল্লেখ্য, ‘প্রজাপতি’ ছবিতে অভিনয় করেছেন অভিনেতা বিশ্বনাথও। বক্স অফিসে ভীষণ সারা ফেলেছে এই ছবি। অনুষ্ঠিত হয় সাক্সেস পার্টি। সেই পার্টিতে হাজির হয়েছিলেন এই ছবির সকলেই।উপস্থিত হয়েছিলেন অভিনেতা বিশ্বনাথও। সোশ্যাল মিডিয়ায় তিনি যে ছবি তুলে ধরেছেন সেই ছবি  যে ওই সাক্সেস পার্টিতেই তোলা হয়েছে তা খুব সহজেই বোঝা যাচ্ছে।

তবে বিশ্বনাথের এহেন পোস্ট নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। তাঁর পোস্ট করা ছবির ক্যাপশনের মাধ্যমে ঠিক কী বোঝাতে চাইলেন অভিনেতা? যদিও সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।