IRCTC

IRCTC: সস্তায় দুর্দান্ত প্যাকেজ দিচ্ছে IRCTC, আন্দামান ভ্রমণের এই সুযোগ হাতছাড়া করলে চরম মিস

নিউজশর্ট ডেস্ক: ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ(Andaman and Nicobar Islands)। বহু মানুষই এখানে ঘুরতে যেতে পছন্দ করেন। আর তাই আইআরসিটিসি(IRCTC পর্যটকদের জন্য আন্দামান ট্যুর প্যাকেজ চালু করেছে।

এই ট্যুর প্যাকেজের নাম দেওয়া হয়েছে এক্সোটিক আন্দামান। এছাড়া আইআরসিটিসি এই ট্যুর প্যাকেজটিকে ‘দেখো আপনা দেশ’ নামে ও চালু করেছে। চলুন তাহলে এই ট্যুর প্যাকেজের মধ্যে কি কি বরাদ্দ আছে, কি কি সুবিধা মিলবে? খরচ কত? সমস্ত কিছুই বিস্তারিত জেনে নেওয়া যাক।

এই ট্যুর প্যাকেজ আহমেদাবাদ থেকে শুরু হবে। এটি ৬ রাত এবং ৭ দিনের একটি ট্যুর প্যাকেজ। এখানে পর্যটকদের থাকার ব্যবস্থা, খাওয়ারের ব্যবস্থাও করা হয়। এর সঙ্গে গাইড বা ট্যাক্সি এবং ভ্রমণ বীমার সুবিধা পাওয়া যায়।

আরও পড়ুন: হাতের মুঠোয় ছুঁতে পারবেন কাঞ্চনজঙ্ঘা! হালকা শীতে বেড়িয়ে আসুন এই অফবিট গ্রাম থেকে

IRCTC র এই ট্যুর প্যাকেজের নাম EXOTIC ANDAMAN EX AHMEDABAD। এই ট্যুর প্যাকেজে পর্যটকদের ফ্লাইটে ভ্রমণ করানো হবে। যাত্রীরা আরামের সঙ্গে যাতায়াত করতে পারবেন। এখানে পোর্ট ব্লেয়ারে তিন রাতের জন্য, নীলদ্বীপে এক রাতের জন্য এবং হ্যাভলক দ্বীপে দু রাতের জন্য নিয়ে যাওয়া হবে। এই ট্যুর শুরু হবে আগামী ১১ই মার্চ ২০২৪ থেকে। এখানে মোট আসন সংখ্যা রয়েছে ৩০ টি।

খরচ কত? আপনি যদি এই ট্যুর প্যাকেজ একা ভ্রমণ করে থাকেন। তবে জনপ্রতি ভাড়া হিসেবে খরচ হবে ৭৭,৯০০ টাকা। আর দুজনের ভ্রমণ করলে জনপ্রতি খরচ হবে ৫৭,৯০০ টাকা। আর তিনজনের জন্য জনপ্রতি খরচ হবে ৫৬,০০০ টাকা। আর এই প্যাকেজ বুকিং করার জন্য আইআরসিটিসির ওয়েব সাইটে গিয়ে লগইন করে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জেনে যাওয়া যাবে।

Avatar

Papiya Paul

X