Arijit

টি-১০ লিগে চলল তাণ্ডব, মাত্র ৩২ বলে ৯০ রানের বিধ্বংসী ইনিংস খেললেন রাসেল

এবার আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স রিটেন করেছে ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে। কলকাতা নাইট রাইডার্স তাদের রিটেন তালিকায় সবার প্রথমে রেখেছেন আন্দ্রে রাসেলকে। স্বাভাবিকভাবেই 16 কোটি টাকা মূল্য দিয়ে রাসেলকে দলে রেখে দিয়েছেন কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। তবে তারপর থেকে অনেকেই কেকেআরের এই সিদ্ধান্ত নিয়ে অর্থাৎ রাসেলকে এত দাম দিয়ে রাখার সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছিলেন। এবার ব্যাট হাতে সেই সমস্ত সমালোচকদের উপযুক্ত জবাব দিলেন কেকেআরের সুপারস্টার আন্দ্রে রাসেল।

   

গতকাল ছিল আবুধাবি টি টেন লিগের ফাইনাল ম্যাচ। আর এই ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ডেকান গ্ল্যাডিয়েটর্স এবং দিল্লি বুলস। আর এই ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলে রাসেল বুঝিয়ে দিলেন কলকাতা নাইট রাইডার্স তাকে দলে রেখে কোন ভুল করেননি।

এই ম্যাচে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছে আন্দ্রে রাসেল। মাত্র 32 বলে 90 রান করেছেন তিনি। শুরুতেই মাত্র 18 বলে অর্ধশত রান পূর্ণ করে ফেলেন রাসেল। শেষমেশ 32 বলে 90 রান করে অপরাজিত থাকেন তিনি। রাসেলের এই ইনিংসটি সাজান ছিল 9 টি চার এবং 7 টি ছক্কা দিয়ে।